ইসলাম মানুষকে যেসব উন্নত চরিত্রের শিক্ষা দেয়, তন্মধ্যে অন্যতম গুণ বা বৈশিষ্ট্য হচ্ছে অঙ্গীকার, প্রতিশ্রুতি ও চুক্তির বাস্তবায়ন। যেকোনো ভালো কাজের অঙ্গীকার পূরণ করা ওয়াজিব।
পবিত্র কোরআনে ওয়াদার প্রতি গুরুত্বারোপ করে ইরশাদ হয়েছে,
يا ايها الذين امنوا اوفوا بالعقود
'হে ইমানদারগণ! তোমরা অঙ্গীকারগুলো পূর্ণ করবে।' (সুরা আল-মায়িদা, আয়াত : ১)
الا الذين عاهدتم من المشركين.....
তবে যেসব মুশরিকের সঙ্গে তোমরা চুক্তি করেছ, পরে তারা চুক্তি রক্ষার ব্যাপারে কোনো ত্রুটি করেনি, আর তারা তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্যও করেনি, তাদের সেই চুক্তি তোমরা মেয়াদকাল শেষ হওয়া পর্যন্ত পূর্ণ করবে। অবশ্যই আল্লাহ দায়িত্বনিষ্ঠদের ভালোবাসেন। (সুরা তাওবা, আয়াত ৪)
,
ওয়াদা (চুক্তি) পালনকারীকে আল্লাহ তায়ালা ভালোবাসেন। যেমন তিনি বলেন, ‘যে ব্যক্তি তার ওয়াদা পূর্ণ করে এবং তাকওয়া অবলম্বন করে তার জানা উচিত যে, আল্লাহ তায়ালা তাকওয়াবানদের ভালোবাসেন।’ (সূরা আলে ইমরান : ৭৬)।
আরো জানুনঃ
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে রাতে বাসায় ফ্রি টাইমে কিংবা অন্যান্য ছুটির দিনে যদি অনলাইনে কোম্পানির অনুমতি ছাড়া কোথাও কোনো কাজ(ইনকাম) করা হয়, তাহলে সেটা অঙ্গিকার ভঙ্গের মধ্যে পড়বে।
কিংবা অফিস টাইমের বাইরে অনেক ফ্রি সময় থাকে, তখন অনলাইনে কোনো কাজ কিংবা রিমোট পার্ট টাইম কোনো জব বা কাজ কোম্পানির অনুমতি ছাড়া করা জায়েজ হবেনা।
বর্তমানে যেখানে চাকুরিরত, সেখানের কাজে কোনো সমস্যা বা ঘাটতি না হলেও সে যেহেতু প্রশ্নে উল্লেখিত উপরোক্ত চুক্তিতে সাইন করেছেন, সুতরাং অবসর সময়ে এরকম ইনকামের চেষ্টা করা উচিত হবেনা,জায়েজ হবেনা।
হ্যাঁ কোম্পানির অনুমতি নিয়ে এরকম ইনকামের চেষ্টা করা জায়েজ আছে,
কোম্পানির অনুমতি নিয়ে ফ্রি টাইমে,ছুটির দিনে, অনলাইনে/অফলাইনে কোনো কাজ কিংবা রিমোট পার্ট টাইম কোনো জব বা কাজ কিরা জায়েজ আছে।
এতে কোনো সমস্যা নেই।
অনুমতি ছাড়া এরকম ইনকামের চেষ্টা করা চুক্তি ভঙ্গ ও কোম্পানিকে ধোকা দেয়া হবে,যাহা জায়েজ নেই।
হাদীস শরীফে এসেছেঃ
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا»
হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ যে ধোঁকা দেয়, সে আমার উম্মতের অন্তর্ভূক্ত নয়। {মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং-২৩১৪৭, সহীহ মুসলিম, হাদীস নং-১৬৪, সুনানে দারেমী, হাদীস নং-২৫৮৩, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২২২৫, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৪৯০৫}
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ
হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫৯৪, সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৯০, শুয়াবুল ঈমান, হাদীস নং-৪০৩৯}