আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারকাতুহ্,
উস্তাদজী,
১.একটা ফেসবুক এর একটা ইসলামিক ভিডিও ডাউনলোড করেছি, সেটা ডাউনলোড করতে একটা এপস প্রয়োজন হয়েছে ফেসবুক ভিডিও ডাউনলোডার , ঐ এপস দিয়ে ডাউনলোড করতে গেলে একটা পসা ভিডিও এড আসে কয়েক সেকেন্ড এর ওটা দেখা লাগে বা ক্রস করা যায়, ওটা ক্যানসেল করে বা ক্রস করে তার পরে ভিডিও ডাউনলোড করেছি এতে কি আমার গোনাহ হবে?
২.আমি স্বপ্নে দেখি যে, আমি মাদ্রাসায় যাওয়ার সময়, যে রাস্তা দিয়ে যাই, সেখানে এক হিন্দু বাড়ি থেকে আমাদের দুধ কিনে, তো আমি ওই বাড়ির এক মহিলা কে বলতেছি, আমি বাড়ি যাচ্ছি, দুধ দেন, এখন ওই মহিলা আমার সাথে আমাদের বাড়ি তে আসবে। আমি নিয়ে আসছি তাকে, তো আসার পর সে নামাজ পড়েছে, পরে বিকেলে যখন আছড়ের সালাতের সময় হয়েছে, আমি ওযু করতেছি, ওই মহিলাও, ওযু করতেছে, আমি তাকে বলেছি আপনি তো মুসলিম হন নাই, আপনার এসব নামাজ হবে না। আমি কান্না করতেছি আর বলতেছি আপনি মুসলিম হন। আজাব সম্পর্কে বলতেছি। স্বপ্নের মধ্যেই আমার দুই বোনকে স্বপ্নের কথা বলতেছি।আর বলতেছি, রবের নিকট সব সময় দোয়া করা হয়, রব যেন আমাকে অন্যের হিদায়েতের উসিলা বানান।