আসসালামু 'আলাইকুম
সম্মাননীয় উস্তায , একটি ফেসবুক পেইজের সেলার হয়ে বোরকা সেলিং এর কাজ করছি। পেইজ দেখেশুনেই জয়েন হয়েছি, দেখেছি তাদের মোটামোটি ইনকাম হয় । আমি আপাতত hsc দিয়েছি, কারণবশত এখন বাসাতেই আছি তাই ঘরে বসে করা যাবে এমন কাজ খুজছিলাম । কাজ সন্ধানের পোস্ট দেখে ঐ পেইজের মালিক আপু আমাকে তার সেলার হিসেবে নেয় । আমি তাদের পণ্য নিজে সামনে থেকে দেখিনি কখনো বা স্পর্শ করিনি, বোরকার ছবি পোস্ট করি সেলিং এর উদ্দেশ্যে, তারা তাদের পণ্যের যে যে বৈশিষ্ট্য বলে ঠিক তেমনিই পোস্ট দেয়ার চেষ্টা করি, কেউ যদি কোনো বোরকার ছবি দেখিয়ে জিজ্ঞেস করে তাহলে যার পেইজ, তার থেকে জিজ্ঞেস করে সিওর হয়ছি তবে বৈশিষ্ট্য গুলো উল্লেখ করি । তবে তাদের থেকে যারা নিয়েছে, কাউকে খারাপ মন্তব্য করতে আমি দেখিনি । এখন আমার কাজকে তো রিসেলার বলা হয় । বর্তমানে এই কাজ ছাড়া করার মতো টাকা আসবে এমন কোনো কিছুই করতে পারছিনা । আর এই যে পণ্য না দেখে অন্যের হয়ে বিক্রি করা , এটা কি হালাল হবে?
(বিঃদ্রঃ এখন অব্দি আমার দ্বারা কিছু বিক্রয় হয়নি + এই কাজে সংযুক্ত হওয়ার কোনো পরিকল্পনি ছিলো না, ঘরে বসে দিন কাটছে নিয়ে পরিবারের লোকেরা কথা শোনাতো, তাই এমন কাজ খুজছিলাম ...)