আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লহ।
আমি রিসেন্টলি একটি আইটি কোম্পানি তে জুনিয়র প্রোগ্রামার হিসেবে জয়েন করেছি। এপ্লাই করার আগে জব ডিটেইলস এ লিখা ছিল বিভিন্ন ইলেকট্রনিক ফাইল কে ওয়েব ভিউ তে কনভার্ট করা।
কিন্তু জয়েন করার পর দেখতে পেলাম আমাদের ওয়েব ডিপার্টমেন্টের বেশির ভাগ ক্লায়েন্ট ই বৈদেশিক ব্যাংক এবং বিভিন্ন ফাইনান্সিয়াল কর্পোরেশন। আমাকে বিভিন্ন ব্যাংকের নোটের ভ্যালু, ডলার নোটের উপর অর্পিত ট্যাক্স, কুপনের ইন্টারেস্ট রেট ইত্যাদি সম্বলিত বিভিন্ন স্টেটমেন্ট ফাইল কে ওয়েবসাইট ভিউ ওয়েব পেইজে রুপান্তরিত করতে হয়।
যদিও কোম্পানিটির আরো অনেক ডিপার্টমেন্ট রয়েছে এবং মেইনলি আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নিয়ে কাজ করে থাকে, তবে আমার ডিপার্টমেন্টের বেশির ভাগ ক্লায়েন্ট ই বৈদেশিক ব্যাংক। এখন আমার প্রশ্ন হচ্ছে কোম্পানি থেকে নেওয়া বেতন কি হালাল হবে? বা এই ধরনের জব কি জায়েজ? আমার প্রশ্নটা দ্রুত জানা খুবই জরুরী।
জাঝাকাল্লহু খইরন।