আজ আমার স্ত্রীর সাথে হোয়টসএপে চ্যাটে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সে আমাকে বলে 'আপনি এখন আমাকে তালাক দেন'। তখন আমি জিজ্ঞেস করি 'তোমার ইচ্ছা কী?'
তখন সে বলে, 'আমার ইচ্ছা তোর মতো ভালো মানুষের হাত থেকে বাঁচতে চাই'। তখন আমি এক পর্যায়ে বলি 'আচ্ছা, আমি তালাক গ্রহণের অনুমতি দিলাম'। 'তোর যদি মনে হয় আমি তোর চাহিদা পূরণ করতে পারবো না, তুই তালাক নিজের উপর নে।'
তখন সে বলে, 'আচ্ছা, নিলাম'। তালাক গ্রহণ করার ব্যাপারটা সে সম্ভবত বেশ কয়েকবার বলেছে। কিন্তু আমার 'আচ্ছা, নিলাম' এটাই খেয়াল আছে।
আমার জানামতে, সাধারণভাবে তালাকের সংখ্যা উল্লেখ না করলে এক তালাক পতিত হয়, আর আমার নিয়তও ছিলো, হলে এক তালাকই হবে।
উল্লেখ্য, পূর্বে একবার আমি তাকে শর্ত দিয়েছিলাম যে, তুমি অমুক জায়গায় না গেলে তোমার উপর এক তালাক পতিত হবে। পরে সে শর্ত ভঙ্গ করেনি। ।
বর্ণিত অবস্থায় কত তালাক পতিত হয়েছে? যদি এক তালাক পতিত হয়ে থাকে তাহলে আমাদের পূনরায় মিলিত হবার নিয়ম কী? আমাদের বিয়ে কি দোহরানো লাগবে?