ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) আপনি টিভি-ই দেখবেন না। টিভি দেখা কবিরা গোনাহ। কেউ টিভিতে পূজা দৃশ্য দেখে নিলে এদ্বারা ঈমানে কোনো সমস্যা হবে না। তবে তাকে অবশ্যই এগুলো পরিত্যাগ করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে।
(২) শিরক করার পর তাওবাহ করে নিলে আল্লাহ অবশ্যই ক্ষমা করে দিবেন।
(৩)
মু'মিন একটি মুহুর্তও অযথা কাটাবে না।বরং সর্বদাই আল্লাহর ইবাদতে লিপ্ত থাকবে।নামায পড়বে,কুরআন তিলাওয়াত করবে,নয়তো যিকির করবে।যদি ইবাদত করতে করতে মন ক্লান্ত হয়ে যায়,তখন মনকে উৎফুল্ল করতে বৈধ বিনোধনের ব্যবস্থা শরীয়তে রয়েছে। বৈধ বিনোধন সম্পর্কে জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/673
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রচলিত ক্রিকেট খেলার কোনো সুযোগ নাই। কেননা এতে নামাযের কোনো পাবন্দী থাকে না।শরীয়তের অন্যান্য ইবাদতের প্রতি কোনো গুরুত্ব দেওয়া হয় না।
(৪)
যেখানে খেলারও অনুমোদন নাই, সেখানে মাঠ নিয়ে তো প্রশ্নের কোনো সুযোগই আসে না।
(৫)
খেলাও অনুমোদিত না।এবং বিদ্যুতের লাইন ব্যবহার করে খেলারও কোনো সুযোগ নাই।
(৬)
নামাযের নিয়ত বাধান সময় হাত পা নাড়ানো সেটা তো নামাযেরই উদ্দেশ্যে। হুজুর বলছেন, দুনিয়াবী কাজ তথা ব্যবস্যা বাণিজ্য ইত্যাদি করা যাবে না।