ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত ইবনে উমর রাযি থেকে বর্ণিত,
নবীজী সাঃ বলেনঃ
ﻋﻦ ﺍﺑﻦ ﻋﻤﺮ - ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻰ ﻋﻨﻬﻤﺎ - ﻋﻦ ﺍﻟﻨﺒﻲ - ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ - ﻗﺎﻝ : ( ( ﺃﺣﻠﺖ ﻟﻨﺎ ﻣﻴﺘﺘﺎﻥ ﻭﺩﻣﺎﻥ، ﺍﻟﺤﻮﺕ ﻭﺍﻟﺠﺮﺍﺩ ﻭﺍﻟﻜﺒﺪ ﻭﺍﻟﻄﺤﺎﻝ ) )
আমাদের জন্য দু'টি মৃত ও দু'টি রক্তকে হালাল করা হয়েছে,মৃত দু'টি হল,মাছ এবং টিড্ডি।আর রক্ত দু'টি হল,কলিজা এবং তিল্লি। (ইবনে মাজা-৩৩১৪,মসনদে আহমদ-৫৭২৩)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) খুব ছোট মাছ (যেমন -কাচকি মাছ) যেগুলোর নাড়িভুঁড়ি ফেলাটা প্রায় অসম্ভব । একটা একটা করে পরিষ্কার করাটাও খুব কঠিন। সেগুলো নাড়িভুড়ি সহ খাওয়া যাবে। এক্ষেত্রে কোনো গোনাহ হবে না।
(২)পরীক্ষাতে চিঠি,গল্প,অনুচ্ছেদ ইত্যাদি লেখার সময় "আমি " অর্থাৎ নাম পুরুষে লিখা দ্বারা কোনো সমস্যা হবে না। কেননা এটা বাস্তব কোনো জিনিষ নয় বরং এখানে প্রশিক্ষণ মূলক লিখা হচ্ছে।