আসসালামু আলাইকুম হুজুর।
আপনার এই উত্তম কষ্টের /কাজের জন্য আল্লাহ আপনাকে দুনিয়া আখিরাতে সর্বচ্চো মর্যাদা /সফলতা দান করুন !
"""একজন মানুষ যতবার আল্লাহর কাছে
প্রার্থনা করে ততবার তার ভাগ্য
পরিবর্তন হয়।"""
এটি একটি ইসলামিক পেইজ থেকে কপি করেছি,,
কথাটা কতটুকু গ্রহণযোগ্য? বিস্তারিত আয়াত?/হাদিস সম্পর্কে জানতে চাই,,
১)আমরা সকলেই জানি যে দুআয় ভাগ্য পরিবর্তন হয় কিন্তু এই বাক্যটির মতো এভাবে বলা কি সঠিক ?
২)আজানের সময় অনেকে মাথায় কাপড় দেয়না ,উপদেশ দিলে বলে যে এটা নাকি কোথাও বলা নেই ,আজানের সময় মহিলাদের মাথায় কাপড় দেওয়া নিয়ে বিস্তারিত জানতে চাই ,যাতে সবাইকে অবগত করতে পারি।
৩)অনেকেই আছেন নারী /পুরুষ যারা ওয়াশরুমে গোসুলের সময় কোনোরকম কাপড় পরিধান না করেই (উলঙ্গ হয়ে )নাউযুবিল্লাহ গোসুল করেন ,তাদের এই কাজের শাস্তি /কুফল সম্পর্কে বিস্তারিত জানতে চাই।
৪)আমরা সবাই কম বেশি আয়াতুল কুরসী ,সূরা হাশরের শেষ ৩ আয়াত ,সূরা মূলক আমলের ফজিলত সম্পর্কে জানি, একজন মানুষ যদি অল্লাহ্তালার সব বিধি বিধান মেনে চলেন ,কোনোরূপ নফল আমল না করেন কিন্তু সালাত,সাওম,তাকওয়া ,হজ ,যাকাতের পাশাপাশি শুধু মাত্র উপরের ৩ তা আমল করেন তাহলে কি সেই বিনাহিসাবে জান্নাত পাবে ? কবরের আজাব থেকে মুক্তি পাবে ? জাহান্নাম থেকে মুক্তি পাবেন !?
৫)কেউ যদি শুধু মাত্র সোমবারের রোজা গুলো দেন,বৃহস্পতিবার বাদে ,তাহলে কোন নিয়তে দিবে ,নবীজি (সাঃ ) এর জন্মদিন মনে মনে টা ভেবে নাকি প্রতি সোমবারে হিসাবের খাতা আল্লাহতায়ালার কাছে পেশ করা হয় ,এই নিয়তে। .?
৬) কেউ যদি শুধু ফরজ এবং সুন্নত সালাত আদায় করে প্রতি ওয়াক্তে ,নফল না পরে তার সালাত কি হবে ?
৭)দুনিয়া আখিরাতে সফলতার উদ্দেশ্যে বিবাহের জন্য কোন বিষয় গুলো দেখে পাত্র /পাত্রী নির্বাচন করতে হয় ,,,এবং কুফু সম্পর্কে জানতে চাই। .
৮) IOM এর আলিম কোর্স টি সঠিক ভাবে সম্পন্ন করতে পারলেই কি আমি দুনিয়ার জীবনে সঠিক ভাবে দ্বীন পালনের। পরিপূর্ণভাবে দ্বীনের পথে চলার সব বিষয় সম্পর্কে জানতে পারবো ? এটাই কি আমার দ্বীনি ইলম অর্জনের জন্য যথেষ্ট হবে ? আমি ইসলাম সম্পর্কে খুবই তুচ্ছ জানি ,বেদ্বীন পরিবারে বড় হয়েছি ,কিন্তু আমার জীবনের সবথেকে বড় ইচ্ছে দিনের পথে চলা। দিনের পথে ফেরা,(আমি ভর্তি হয়েছি ,জানুয়ারি তে ক্লাস শুরু হবে )
৯) অনেকেই দেখি একদম সুস্থ সবল ,কাজ করার পূর্ণ সামর্থ থাকা সত্ত্বেও ভীক্ষা করেন ,তাদেরকে কি দান করা উচিৎ ? চাইলে তো ফিরিয়ে দিতে অনেক খারাপ লাগে। ইসলাম এই সম্পর্কে কি বলে? এবং দান সদগা করার আসল তরিকা /উপায় কোনটা। ?কিভাবে /কাকে /কোথায় দান করা উত্তম। ? বেধর্মীদের কি দান করা জায়েজ আছে ?
১০) ঘরে বসে মহিলারা রিমোটলি কোনো জব করার ক্ষেত্রে যদি বাধ্য হয়ে কোনো নন-মাহরামদের সাথে কাজের বিষয়ে কথা বলতে হয়। এটাকি জায়েজ আছে ?
১১)চুল আঁচড়ানোর পরে যে চুল গুলো পড়ে যায় সেগুলো বাহিরে ফেলে দিলে কি কিছু হবে ? সব সময় থুতু দিয়ে তারপর এভাবে ফেলে দেই। এর জন্য কি কোনো ক্ষতি /পাপ হবে ?
১২)খাবার পর নিজের জামায়/ওড়নায় অথবা পুরুষদের ক্ষেত্রে লুঙ্গীতে মুখ মুছলে নাকি দারিদ্রতা কখনো যায়না ,এটাকি সঠিক ?
১৩)যখনি কোনো বিষয়ে রেজাল্ট পাই তখন আগে মাকে দুস্টুমি করে মন খারাপ করে বলি যে মা ,আমার রেজাল্ট টা মুখে বলতে পারবোনা ,তুমিই দেখে নাও ,এতে মা শুরুতে অনেক ভয় পেয়ে যায় ,মায়ের হার্ট দুর্বল,এই ধরণের মজা করলে কি আল্লাহ পাপ দিবেন?
১৪)আমাদের নাকি ৭৫৬৩টি হাদিস আছে সব মিলিয়ে ,তাহলে প্রকৃত /পুরোপুরি দ্বীনের পথে চলতে হলে কি এই ৭৫৬৩টি হাদিসের সবগুলো অনুযায়ী জীবন চালাতে হবে ? আমিতো সবগুলো হাদিস না ও জানতে পারি ,!