আসসালামুয়ালাইকুম শায়েখ,ক্ষমা করবেন গুরুত্বপূর্ণ সময় নেওয়ায়!
আমার একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা ছিল!!
কোন ব্যক্তি যদি তার স্ত্রী কে ৩ তালাক দেয় এবং এমতঅবস্থায় বিবাহের সুযোগ না থাকে!! আবার হিল্লাহ হারাম হলেও পূর্বের স্বামীর জন্য হালাল হয়ে যায় জানি কিন্তু রাসূল (সা:) হাদিস দারা বুঝা যায় তারা স্পষ্টই অভিশপ্ত! তাই হিল্লাহ বিবাহ না করে,
এখন স্বামী যদি অন্য কোথাও বিবাহ সিদ্ধান্ত নেয়,এবং তালাক প্রাপ্তা স্ত্রীকেও অন্যত্র বিবাহ করতে পরামর্শ দেয়! এবং বলে..এতো সন্দেহ সংশয়ে মধ্যে না থেকে তুমি অন্য কোথাও বিবাহ করে নাও,তবে তুমি তোমার স্বামীকে না মানিয়ে নিতে পারো কিংবা তোমাদের মধ্যে কোনদিন মনোমালিন্যে ৩ তালাক বা তালাক হয়ে যায় তবে পরবর্তী আমি তোমায় অবশ্যই বিয়ে করবো ইংশা আল্লাহ, এমনকি তুমি ৩ বাচ্চার মা হলেও!!যদি সুযোগ হয় কোনদিন কিংবা তোমার স্বামীর সাথে বিচ্ছেদ হয়েই যায় তবে আমি তোমাকে বিয়ে করে নিবো পরিস্থিতি যেমনই হোক না কেন!!
এখন প্রশ্ন হলো: সেই ব্যক্তি যে তার তালাকপ্রাপ্তা স্ত্রী কে অন্যত্র বিবাহ সংসার করার পরামর্শ দিল, এবং সাথে এই কথাও বললো যদি সংসার একান্তই না করতে পারো কিংবা তোমার ফিউচার স্বামী তোমাকে তালাক দেয় মনোমানিল্যে কিংবা কোন কারণে তবে আমি তোমাকে বিয়ে করবোই!! এটা তোমায় কথা দিলাম!
জিজ্ঞাসা: সত্যিই যদি অন্যত্র ওই তালাকপ্রাপ্তা নারীর বিবাহ হয় এবং কোন কারণে সংসার না করতে পারে সারাজীবন কিংবা মনোমানিল্যে তালাক হয়ে যায় তবে আগের স্বামী যদি তাকে পুনরায় বিবাহ করে এতে শরিয়াহ বিধান কি হবে? অর্থাৎ এই বিবাহও কি হিল্লাহ বিবাহ হিসাবে গণ্য হবে?অভিশপ্ত বিবাহ বলে গণ্য হবে?
কিংবা সেই আগের স্বামি অপেক্ষমান থাকলো কোনদিন যদি তার বিচ্ছেদ হয় এই ভেবে!!
আশাকরি, আমার প্রশ্ন বুঝেছেন,হয়তো গুছিয়ে বলতে পারিনি!!
দয়া করে,আমার প্রশ্নের উত্তর দিয়েন!!
আসসালামুয়ালাইকুম,
উত্তর শায়েখ ইমদাদুল হুজুর দিলে ভাল হয়,কেননা ইতি:মধ্যে পূর্বের কিছু প্রশ্নের উত্তর আমি উনার কাছ থেকে পেয়েছি!