আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
217 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (7 points)

আসসালামুয়ালাইকুম শায়েখ,ক্ষমা করবেন গুরুত্বপূর্ণ সময় নেওয়ায়!

আমার একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা ছিল!!

কোন ব্যক্তি যদি তার স্ত্রী কে ৩ তালাক দেয় এবং এমতঅবস্থায় বিবাহের সুযোগ না থাকে!! আবার হিল্লাহ হারাম হলেও পূর্বের স্বামীর জন্য হালাল হয়ে যায় জানি কিন্তু রাসূল (সা:) হাদিস দারা বুঝা যায় তারা স্পষ্টই অভিশপ্ত!  তাই হিল্লাহ বিবাহ না করে,

এখন স্বামী যদি অন্য কোথাও বিবাহ সিদ্ধান্ত নেয়,এবং তালাক প্রাপ্তা স্ত্রীকেও অন্যত্র বিবাহ করতে পরামর্শ দেয়! এবং বলে..এতো সন্দেহ সংশয়ে মধ্যে না থেকে তুমি অন্য কোথাও বিবাহ করে নাও,তবে তুমি তোমার স্বামীকে না মানিয়ে নিতে পারো কিংবা তোমাদের মধ্যে কোনদিন মনোমালিন্যে ৩ তালাক বা তালাক হয়ে যায় তবে পরবর্তী আমি তোমায় অবশ্যই বিয়ে করবো ইংশা আল্লাহ, এমনকি তুমি ৩ বাচ্চার মা হলেও!!যদি সুযোগ হয় কোনদিন কিংবা তোমার স্বামীর সাথে বিচ্ছেদ হয়েই যায় তবে আমি তোমাকে বিয়ে করে নিবো পরিস্থিতি যেমনই হোক না কেন!!

এখন প্রশ্ন হলো: সেই ব্যক্তি যে তার তালাকপ্রাপ্তা স্ত্রী কে অন্যত্র বিবাহ সংসার করার পরামর্শ দিল, এবং সাথে এই কথাও বললো যদি সংসার একান্তই না করতে পারো কিংবা তোমার ফিউচার স্বামী তোমাকে তালাক দেয় মনোমানিল্যে কিংবা কোন কারণে তবে আমি তোমাকে বিয়ে করবোই!! এটা তোমায় কথা দিলাম!

জিজ্ঞাসা: সত্যিই যদি অন্যত্র ওই তালাকপ্রাপ্তা নারীর বিবাহ হয় এবং কোন কারণে সংসার না করতে পারে সারাজীবন কিংবা মনোমানিল্যে তালাক হয়ে যায় তবে আগের স্বামী যদি তাকে পুনরায় বিবাহ করে এতে শরিয়াহ বিধান কি হবে? অর্থাৎ এই বিবাহও কি হিল্লাহ বিবাহ হিসাবে গণ্য হবে?অভিশপ্ত বিবাহ বলে গণ্য হবে?

কিংবা সেই আগের স্বামি অপেক্ষমান থাকলো কোনদিন যদি তার বিচ্ছেদ হয় এই ভেবে!!

আশাকরি, আমার প্রশ্ন বুঝেছেন,হয়তো গুছিয়ে বলতে পারিনি!!

দয়া করে,আমার প্রশ্নের উত্তর দিয়েন!! 

আসসালামুয়ালাইকুম, 

উত্তর শায়েখ ইমদাদুল হুজুর দিলে ভাল হয়,কেননা ইতি:মধ্যে পূর্বের কিছু প্রশ্নের উত্তর  আমি উনার কাছ থেকে পেয়েছি!

1 Answer

0 votes
by (597,330 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
তালাক প্রদানকারী স্বামী যদি তার তালাকপ্রাপ্তা স্ত্রীকে অন্যত্র বিবাহ সংসার করার পরামর্শ দেয়, এবং সাথে সাথে এই কথাও বলে দেয় যে, যদি সংসার একান্তই না করতে পারো কিংবা তোমার ফিউচার স্বামী তোমাকে তালাক দিয়ে দেয়, মনোমানিল্যর কারণে কিংবা অন্য কোন কারণে, তবে আমি তোমাকে অবশ্যই বিয়ে করবো।  তোমাকে কথা দিলাম।

এখন সত্যিই যদি অন্যত্র ওই তালাকপ্রাপ্তা নারীর বিবাহ হয় এবং কোন কারণে সেখানে সংসার করতেরনা পারে। মনোমানিল্য বা অন্য কোনো কারণে তালাক হয়ে যায়, তাহলে পূর্বের স্বামী যদি তাকে পুনরায় বিবাহ করতে চায়, তাহলে এতে শরিয়তের কোনো বিধিনিষেধ থাকবে না। অর্থাৎ এই বিবাহ হিল্লাহ বিবাহ হিসেবে গণ্য হবেনা। অভিশপ্ত বিবাহ বলে বিবেচিত হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (597,330 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...