আসসালমুআলাইকুম,
১. আমি হিন্দুদের কোনো কিছুকেই পছন্দ করিনা, আমার সঙ্গে কিছু হিন্দু বন্ধু কাজ করে তাদের খাবার ও খাইনা।
আজকে আমার এক ভাই কে নিয়ে মোটরসাইকেল করে আসছিলাম , হটাৎ দেখছি হিন্দু রা পূজা করছে, তখন আমি ভাবছিলাম কানে হাত দিবো, দিয়ে আবার মনে হলো লোক দেখানোর জন্য হলে ত রিয়ে হবে এই রকম মনে হলো।
আবার ভাই ও ভাববে আমি ধর্মের বিষয় এ সিরিয়াস।
মনের মধ্যে একটু লোক দেখানো ভাব আর মূর্তি পূজা কে প্রচন্ড ঘৃনা করে , তাদের ঢাক ঢোল এর আওয়াজ শুনবো না বলে কানে হাত দিয়েছিলাম । এটা কি রিয়া এর জন্য কি ঈমান চলে যাবে?? আমি তৌবা করেছি সঙ্গে সঙ্গে
২. রিয়া হলে কি ঈমান চলে যায়??
৩. আমি তৌবা করেছি, মাফ চেয়েছি, আমি এইসব বিষয় এ খুব সতর্ক থাকি তাও ভুল হয়ে জাই, আমাকে কি নতুন করে বিবাহ পড়তে হবে?