জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আখেরাতের কোনো বিষয়ে বা আযাব থেকে পরিত্রান ইত্যাদি বিষয় নিয়ে অমুসলিমের কাছে দোয়া চাওয়া জায়েজ নেই।
,
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ-
وَ مَا دُعٰٓؤُا الۡکٰفِرِیۡنَ اِلَّا فِیۡ ضَلٰلٍ ﴿۵۰﴾
আর কাফিরদের দোয়া (আহবান) শুধু ব্যর্থই হয়।
(সুরা গাফির ৫০)
لَہٗ دَعۡوَۃُ الۡحَقِّ ؕ وَ الَّذِیۡنَ یَدۡعُوۡنَ مِنۡ دُوۡنِہٖ لَا یَسۡتَجِیۡبُوۡنَ لَہُمۡ بِشَیۡءٍ اِلَّا کَبَاسِطِ کَفَّیۡہِ اِلَی الۡمَآءِ لِیَبۡلُغَ فَاہُ وَ مَا ہُوَ بِبَالِغِہٖ ؕ وَ مَا دُعَآءُ الۡکٰفِرِیۡنَ اِلَّا فِیۡ ضَلٰلٍ ﴿۱۴﴾
সত্যের আহবান তারই। যারা তাঁকে ছাড়া অন্যকে আহবান করে, তাদেরকে কোন কিছুতেই তারা সাড়া দেয় না? তাদের দৃষ্টান্ত সে ব্যক্তির মত, যে তার মুখে পানি পৌছবে এ আশায় তার দুহাত মেলে ধরে পানির দিকে, অথচ তা তার মুখে পৌছার নয়, আর কাফিরদের আহ্বান তো কেবল ভ্ৰষ্টতায় নিপতিত।
(সুরা আর রা'দ ১৪)
অমুসলিম ব্যাক্তি নিজেই আজাবে লিপ্ত,সুতরাং তাকে এমনটি বলা যে আমার জন্য দোয়া করুন,যাতে আল্লাহ তায়ালা আমাকে আযাব থেকে বাঁচান,এটি একবারেই অনার্থক বিষয়।
(আপকে মাসায়েল আউর উনকা হল ৪/২৬৬)
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে দুনিয়াবি কোনো বিষয়ে অমুসলিম থেকে এভাবে দোয়া চাওয়া জায়েজ আছে,হারাম নয়।
তবে এটি মুনাসিব নয়।