আচ্ছালামু আলাইকুম,
শায়েখ আমি যদি দু রাকাত বা চার রাকাত নামজে ১ রাকাত বা দু রাকাত নামজ পাই তাহলে তো ইমামের সালাম ফিরানোর পরে আমাকে বাকি নামাজ আদায় করতে হবে। এখন আমি ইমামের সালাম ফিরানোর পর যখন উঠবো তখন কি আমি রফুল ইয়াদাইন করবো নাকি করবো না।
মানে বুঝাতে চেয়েছি শেষ বৈঠকে ইমাম সালাম ফিরানোর সাথে সাথে আমাকে যে উঠতে হবে সেই উঠার সময় কি রফুল ইয়াদাইন করবো। আপনি যানেন যে চার রাকাত নামাজের বা তিন রাকাত নামাজের প্রথম বৈঠক থেকে উঠার সময় রফুল ইয়াদাইন করতে হয়। এজন্য আমার মনে সন্দেহ হচ্ছে যে যেহেতু বৈঠক শেষে রফুল ইয়াদাইন করতে হয় তো আমি ওখানেও তো বৈঠক করেছি এবং সালাম ফিরানোর পর উঠতেছি তো এখানেও কি রফুল ইয়াদাইন করতে হবে।