ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
চোখের চিকিৎসার জন্য আপনি নিম্নোক্ত দু'আ বেশী বেশী পড়বেন।
اَللّٰهُمَّ مَتِّعْنِيْ ببَصَرِيْ وَاجْعَلْهُ الْوَارِثَ مِنِّيْ وَ اَرِنِيْ فِی الْعَدُوِّ ثَارِيْ وَانْصُرْنِيْ عَلٰى مَنْ ظَلَمَنِيْ
(المستدرك على الصحيحين للحاكم، 4/459، بیروت)، (حصن)
ترجمہ:
اے اللہ! میری بینائی سے مجھے نفع پہنچا، اور میرے مرتے دم تک اسے باقی رکھ۔ ۔ اور دشمن میں میرا انتقام مجھے دکھا، اور جس نے مجھ پر ظلم کیا اس کے مقابلہ میں میری مدد فرما۔
তরজমা,
হে আল্লাহ! আমার চক্ষু দ্বারা আমাকে ফায়দা পৌছান।আমার মৃত্যু পর্যন্ত এই চক্ষুকে অবশিষ্ট রাখুন।এবং আমার শত্রুদের মধ্যে(কাফির মুশরিক ও জালিম) আমার প্রতিশোধ দেখার সুযোগ দাও।এবং আমার উপর যারা নির্যাতন করেছে, তাদের ব্যাপারে আমাকে সাহায্য করো।