আসসালামু আলাইকুম। আমাকে একটু উত্তর দিয়ে সাহায্য করুন। দয়া করুন। পয়েন্ট আকারে আলাদা আলাদা করে উত্তর গুলো দিয়েন দয়া করে।
আমার এক ছেলের সাথে বিয়ের কথা চলছে। তো তাকে আমি প্রায় সময় ই বলি যত কিছুই হোক, কোনো সময় যেন তালাক উচ্চারণ না করে। বিয়ের আগেও না, পরেও না। মাঝে মাঝে তালাকের আলোচনা করার সময় তালাক উচ্চারণ করতো। তখন সে বলতো যে, আমি শুধু তোমাকে বুঝানোর নিয়তে বলেছি, অন্য কোনো নিয়তে না।
তো আমি প্রায় সময় আমার কি চিন্তা আসতো। ভয় লাগতো। তখন আমি তাকে ম্যাসেজ এ চ্যাট এ বলতাম, দেখো তোমার সাথে আমার মনে হয় তালাক হয়ে গেছে। তাই এখন বিয়ে করলে আমরা একে অন্যর জন্য হারাম হয়ে যাবো। আমাদের বিয়ে করা ঠিক হবে না। বিয়ে করলে আমি তোমার জন্য হারাম হয়ে যাবো। আর তুমি ও আমার জন্য হারাম হয়ে যাবা। আমরা বিয়ে করলে বিয়ে হারাম হবে । তো সে আমাকে প্রতিবার ই রিপ্লাই দিয়েছিলো যে,হুম, আচ্ছা। ভালো। ওকে। "ওকে আমাদের যেহেতু ওটা ( তালাক) হয়ে গেছে, তাহলে তুমি বিয়ে কইরো না"।
১) হুজুর এখন প্রশ্ন হলো যে, আমি যে ম্যাসেজ এ বললাম বিয়ে করলে তুমি হারাম হয়ে যাবা, বিয়ে করলে বিয়ে হারাম হবে, বিয়ে করা ঠিক হবে না। আমরা একে অন্যর জন্য হারাম হয়ে যাবো, বিয়ে করলে আমি হারাম হয়ে যাবো তোমার জন্য। তখন সে যে আমাকে রিপ্লাই দিয়েছিল - " ওকে, হুম, আচ্ছা, ভালো। এগুলা বলাতে কি বিয়ের পরে কোনো তালাক হবে?
২) নং প্রশ্ন হলো, আমি একদিন তাকে ম্যাসেজ এ বলতেছিলাম যে, দেখো আমার মাথায় শুধু ঘুরে -" ওর সাথে বিয়ে হইলে একসাথে থাকলে, সহবাস করলে তো সব তো হারাম হবে"। ওর সাথে বলতে তার সাথেই বুঝাইছি। কিন্ত তাকে ম্যাসেজ দিয়েছি এই ভাবে "ওর সাথে" বলে।
তখন সে আমাকে রাগ করে রিপ্লাই এ বললো যে, কি বললা তুমি? ওর সাথে ( মানে তার) বিয়ে হইলে একসাথে থাকলে, সহবাস করলেও হারাম মনে হবে। ছিহ। কেমন মন মানসিকতা তোমার।
প্রশ্ন হলো - সে যে কথার মাঝে বললো-" ওর সাথে বিয়ে হলে, একসাথে থাকলে, সহবাস করলেও হারাম মনে হবে" এটা বলার জন্য কি বিয়ের পরে কোনো প্রব্লেম হবে? তালাক হবে?
৩) নং প্রশ্ন ------তাকে এক হুজুর এর কাছে পাঠিয়েছিলাম মাসালা জানার জন্য - সেখানে গিয়ে সে বলেছিলো যে," তার মনে হইতেছে বিয়ে করলে হারাম হয়ে যাবে" বিয়ে করলে বিয়ে হারাম হবে"। এখন হুজুর কে এই কথা বলার কারনে কি কোনো তালাক হবে বিয়ের পরে?
৪) নং........বিয়ের আগে তালাক কিভাবে হ্য় এরকম একটা ফতোয়ার স্ক্রিনশট তাকে পড়তে দিয়েছিলাম। যাতে এমন না বলে। সেখানে লিখা ছিল বিয়ে করলে বউ তালাক, যাকে বিয়ে করবো সে তালাক। এগুলা সে মুখে উচ্চারণ করে পড়েছিল। সে বলেছে তার কোনো নিয়ত ছিল না। এখন এগুলা মুখে উচ্চারণ করে পড়ার কারনে কি বিয়ের পরে তালাক হবে?
৫) আমার কি ইন শা আল্লাহ একবার বিয়ে করলেই হবে যদি আল্লাহ রহমত করেন? নাকি উপরের ৪টা প্রশ্নে বিয়ের পরে কোনো তালাক হবে?
দয়া করে জানাবেন। আমার আপনারা ছাড়া আর কোনো বিশ্বস্ত সোর্স নাই জানার। অনেক পেরেশানিতে আছি।