بسم الله الرحمن الرحيم
জবাবঃ-
ইলেক্ট্রিক ব্যাট দ্বারা মশা
মারলে মশায় আগুন ধরে পুড়ে যায়৷আর আল্লাহর সৃষ্টজীব ছোট হোক বা বড় হোক,
আগুন দিয়ে জ্বালিয়ে-পুড়িয়ে মারা জায়েয নয়৷ কারণ আগুন দ্বারা শাস্তি প্রদান কেবল আল্লাহ
তাআলাই করবেন৷ এটা আল্লাহ তাআলার জন্যে খাস৷
যেমন হাদীস শরীফে এসেছে-
أن النبي صلى
الله عليه وسلم قال: إِنَّ النَّارَ لاَ يُعَذِّبُ بِهَا إِلاَّ اللَّهُ.
"রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আগুন দ্বারা আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ শাস্তি দিতে পারে না৷"
(সহীহ বুখারী: ৩০১৬)
وَرَأَى
النبي صلى الله عليه وسلم قَرْيَةَ نَمْلٍ قَدْ حرقها بعض الصحابة بالنار فقال:
إِنَّهُ لَا يَنْبَغِي أَنْ يُعَذِّبَ بِالنَّارِ إِلَّا رَبُّ النَّارِ.
"রাসূলুল্লাহ সা,
দেখলেন জনৈক সাহাবী পিঁপড়ার বাসা আগুন
দ্বারা জ্বালিয়ে দিয়েছেন৷ তখন রাসূল সা, বললেন, আগুনের প্রতিপালক ছাড়া আগুন দ্বারা অন্য কেউ শাস্তি দিতে
পারে না৷" (সুনানে
আবু দাউদ: ২৬৭৫)
কষ্টকর প্রাণীকে হত্যা করা
জায়েয।এর জন্য বিকল্প রাস্তা গ্রহণ করা যেতে পারে।বিশেষ করে এমন পরিবেশ তৈরী করাই শ্রেয়,
যা মশা জন্মের প্রতিবন্ধ হয়।এতেকরে প্রাণী
হত্যার বিধিনিষেধ সম্ভলিত হাদীস সমূহের সাথে সাথে পরিবেশ রক্ষার হাদীস সমূহের উপরও
আ'মল হয়ে যাবে।
মশা মারা জায়েজ আছে। কয়েল
বা অন্য পদ্ধতিতে মশা মরলে গুনাহ হবে না।
হাদীস শরীফে এসেছেঃ-
وَعَنْ
عَائِشَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: خَمْسٌ
فَوَاسِقُ يُقْتَلْنَ فِي الْحِلِّ وَالْحَرَمِ: الْحَيَّةُ وَالْغُرَابُ
الْأَبْقَعُ وَالْفَأْرَةُ وَالْكَلْبُ الْعَقُورُ وَالْحُدَيَّا
‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিত।
তিনি বলেন, নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ পাঁচটি ক্ষতিকর প্রাণী হিল্ ও হারাম (সর্বস্থানে)
যে কোন স্থানেই হত্যা করা যেতে পারে। সেগুলো হলো সাপ,
(সাদা কালো) কাক,
ইঁদুর, হিংস্র কুকুর ও চিল। (সহীহ : বুখারী ৩৩১৪,
মুসলিম ১১৯৮,
নাসায়ী ২৮৮২,
ইবনু মাজাহ ৩০৮৭,
আহমাদ ২৪৬৬১,
সহীহ ইবনু খুযায়মাহ্ ২৬৬৯,
সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৯৩৬৩,
সহীহ ইবনু হিব্বান ৫৬৩৩,
ইরওয়া ১০৩৬.মিশকাত ২৬৯৯।)
অনুরূপভাবে মশাও একটি ক্ষতিকর
জীব, যাকে
হারামের মধ্যেও হত্যা করা যায়’ (নববী, শরহ মুসলিম ৮/১১৪, অত্র হাদীছের ব্যাখ্যা দ্রষ্টব্য)।
★সু-প্রিয়
প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
জ্বী না এরোসল স্প্রে নাপাক
নয়। যদি মশা মারার এরোসল স্প্রে কাপড়ে বা শরীরে লাগে তাহলে কাপড় বা শরীর নাপাক হবে
না।