আসসালামু আলাইকুম, শাইখ।
ফ্যামিলির দুজন সদস্য একসাথে ঘুমায়। তো,আসন্ন শীতকালের কথা চিন্তা করে একজন বলে,আমার তো ঘুমাতেই হবে আপনার সাথে নাহলে শীতে মারা যাবো। মানে একা ঘুমানোতে শীত বেশি অনুভূত হবে,অপর সদস্য স্বাস্থ্যবান,তাই তার সাথে ঘুমের দ্বারা শীত কম হবে, এরকম। এখানে তার সাথে না ঘুমালে মারা যাবে বলার দ্বারা কি ঈমান থেকে বের হয়ে গিয়েছে? যেহেতু জন্ম-মৃত্যু আল্লাহর হাতে। উক্ত ব্যক্তি শরয়ী বিধান পালন করে,আল্লাহ সবকিছুর মালিক জানে,কিন্তু কথা ব্যক্ত করার সময় মারা যাওয়ার কথা বলে ফেলেছে।