জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হাদীস শরীফে এসেছেঃ
حَدَّثَنَا أَبُو مُصْعَبٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " أُحِلَّتْ لَنَا مَيْتَتَانِ الْحُوتُ وَالْجَرَادُ " .
আবদুল্লাহ ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আমাদের জন্য দু’টি মৃত জীব হালাল করা হয়েছেঃ মাছ ও ট্টিড্ডি।
(ইবনে মাজাহ ৩২১৮)
মাছ জবাই করতে হয় না,মৃত মাছ খাওয়া যায়।
এর কারণ হলো, সেটার মূল গঠনের ভিত্তি হলো পানি। পানি স্বভাবগতভাবে পবিত্র এবং অন্যকে পবিত্রকারী। সুতরাং যেভাবে নাপাকি পানির মাঝে প্রভাব বিস্তার করতে পারে না, তেমনি পানির প্রাণীর রুহ পৃথক হলে তাতে নাপাকের প্রভাব বিস্তার করে না এবং জবাই করার প্রয়োজন হয় না।
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
বাজার থেকে জীবিত মাছ এনে ফ্রিজে রাখলে মারা যায়। এই মাছ খাওয়া জায়েজ।
এতে কোনো সমস্যা নেই।
জীবিত মাছ ফ্রিজে রেখে মারা গেলে গুনাহ হবেনা,তবে একাজটি অনুত্তম।এক্ষেত্রে মাছ কেটে ফ্রিজে রাখাই উত্তম।
আরো জানুনঃ-
উল্লেখ্য, যে মাছ নিজ থেকে মরে পুকুরে/নদীতে ভেসে উঠে এবং পঁচে বা গলে যায়,সেই মাছ খাওয়া জায়েয নয়।
ইহা ছাড়া অন্যান্য মৃত মাছ খাওয়া জায়েজে।