আসসালমুআলাইকুম হুজুর ,
১.""*""" তাই স্ত্রী কে বললাম তোমাকে দেখলেই আমার রাগ হয়ে যাচ্ছে"""""""""
"""""""তোমার মুখ দেখলে রাগ হয়ে যাচ্ছে। " """"""""
এক্ষেত্রে কি তালাক হবে?
২. আমার স্ত্রীর সঙ্গে যখন একটু কথা কাটা কাটি হয়, বা স্ত্রী যখন আমাকে রাগিয়ে দেই, তখনি মনে মনে তালাক এর ভাবনা চলে আসে। দিয়ে আমার ভয় হয়ে জাই যে কি বলবো না বলবো যদি কোনো আবার তালাক এর বাক্য হয়ে জাই তাই আমি চুপ থাকি। কিন্তু রাগ কে কন্ট্রোল করতে প্লন পেরে , গালি দি। তালাকের ভাবনা মাথায় ঘুরে , দিয়ে এত কিছু না ভেবে স্ত্রী কে গালি দিয়েছি,
শুয়োর এর বাচ্চা।, বেশ্যা ম্যাগী, খানকীর বাচ্চা, মাকে চু* , ইত্যাদি বলে না না ভাষায় গালি দিয়েছি,
এইসব গালি দেওর সময় তালাকের ভাবনা মাথায় ছিল। কিন্তু উদ্দেশ্য ছিলনা তালাক দিবো। এমনি গালি দিয়েছি রেগে। এই রকম মনে হচ্ছে মাঝের মধ্যে যা হবে হোক। দিয়ে গালি দিয়ে দিয়েছি। কিন্তু তালাক কে মাথায় তালাকের ভাবনা ঘুরেছে কিন্তু উদ্দেশ্য করে গালি দেইনি। যদিও কোনো দিন হয় সেইটা ঠিক সরণে আসেনাম
হুজর এর জন্য কি তালাক হবে??
৩. স্ত্রীর ওপর প্রচুর রেগে গিয়েছিলাম , তালাকের ভাবনা মাথায় ঘুরেছে , কি বাক্য বলবো দিয়ে হয়ত তালাকের কোনো বাক্য হবে, সেই ভয় স্ত্রীর রাগ করে বলতাম * নির্লজ্জ, বেহায়া। জন্মের দোষ ( যেনো তালাকের কোনো বাক্য না হয়) ইত্যাদি বলেছি।
এর জন্য কি তালাক হবে?