আসসালামু আলাইকুম, আমি একজন মেয়ে।
আমি সম্প্রতি ইউনিভার্সিটি তে (এখানে কো-এডুকেশন আছে, অতএব ট্যুর এও ছেলেমেয়ে উভয়ই যাবে) একটি সাব্জেক্ট নিয়ে ভর্তি হয়েছি যেখানে প্রতি ইয়ার এ ৩টা করে জায়গায় ট্যুর এ নিয়ে যায় ফিল্ড ওয়ার্ক এর জন্য। এসাইন্মেন্ট,রিপোর্ট লেখা সব মিলায় ২-১দিন হয়তো থাকতে হয়।প্রতিটা ট্যুর এর জন্য মেক্সিমাম ২৫ নাম্বার বা তারও কিছু বেশি নাম্বার ইয়ার ফাইনাল এক্সামে যোগ হয়।উল্লেখ্য, স্বভাবতই এখানে কোনো মাহরাম ব্যতীতই স্যার আর স্টুডেন্ট দের সাথে যেতে হবে।এমতাবস্থায় আমার জন্য কি এই ট্যুর এ যাওয়া জায়েজ হবে?
বি:দ্র: ভর্তির পূর্বে আমি সম্পুর্ণ এই বিষয়ে অজ্ঞাত ছিলাম যে, এই সাব্জেক্ট এ ট্যুর বাধ্যতামূলক।উপরন্তু আমি কিছু ভালো ভালো সাব্জেক্টকেও চয়েজ করিনাই শুধুমাত্র এইসব ট্যুর এভয়েড করার জন্য।