আসসালামুয়ালাইকুম ওরাহমাতুল্লহি অবারকাতুহ
1.বিতির নামাজে দোয়া কুনুত না পড়ে রুকুতে যাওয়ার মূহুর্তে মনে আসছে যে আমি কুনুত পড়িনি।তখন ফিরে না এসে সাহু সিজদা দিয়েছি । নামাজ কি হয়েছে । অর্থাৎ হাত হাঁটুতে লাগাতে একটু বাকি ছিল
2.একবার বেড়াতে গিয়ে আমি কসর নামাজ আদায় করছিলাম।পরে যানতে পারি সেটা কসরের দূরত্ব ছিল না।এখন কি সেই নামাজ আবার পড়তে হবে।
3.মাহরামদের সামনে পর্দা কতটুকু। তাদের সামনে কি চুল,গলা,হাত বের করে রাখতে পারবো।