আসসালামু আলাইকুম হুজুর।
যেখানে ইসরাইলের একটি লাশ পড়লে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য,ফ্রান্স, জার্মান, জাপান, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো সহ সমস্ত পশ্চিমা বিশ্ব এক হয়ে অস্ত্র দিয়ে, নৌ-রনতরী দিয়ে, অর্থ দিয়ে, সফর করে সরাসরি ইসরায়েলকে সমর্থন জানাচ্ছে এবং ইসরায়েলের হয়ে লড়ছে, সেখানে যুগ যুগ ধরে ফিলিস্তিনের হাজার হাজার লাশ মাটিতে পড়লেও OIC, GCC, Arab League সহ সমস্ত মুসলিম বিশ্বের নেতারা কখনো নীরব থেকে, কখনো বা শুধু কাগজে কলমে একটি বিবৃতি প্রকাশ করে অথবা পাশে থাকার আশ্বাস দিয়েই দায় সারছে। এক মুসলিম ভাইয়ের বিপদে আরেক মুসলিমের এভাবে নিরব থেকে অথবা শুধু বিবৃতি দিয়েই পাশে থাকাটা কি ইসলাম সমর্থিত? আর সমর্থিত না হলে আমরা কি একে Hypocrisy বলতে পারি না?
১. এমতাবস্থায়, ফিলিস্তিনের এই দুরাবস্থার জন্য আমরা যে ঢালাওভাবে শুধু ইহুদিদের দোষ দিচ্ছি এটা কতটুকু যৌক্তিক? এর জন্য মুসলিম বিশ্বের এই Hypocrisy কি একটুও দায়ী নয়?
১. এমতাবস্থায়, "ঐক্য ও ভ্রাতৃত্য" কি জিনিস ও কিভাবে রক্ষা করতে হয়, এটা কি তাহলে আমাদের মুসলিম জাতির ইহুদি খ্রীষ্টানদের থেকে শেখা উচিত?