কুরআন এর প্রত্যেক সূরা, আয়াত এর মালিক একমাত্র আল্লাহ।
তাই যদি কুরআন না দেখেও রাস্তা দিয়ে হাটার সময় কিংবা অন্যান্য সময় যদি সূরা পাঠ করি, সেটা কি আল্লাহর ইবাদাত হবে?
কেননা, ইবাদাত হলে আমার সেই কাজ হবে একমাত্র আল্লাহর জন্য অর্থাৎ ওই কাজের মালিক আল্লাহ একাই হবেন।
তাই জানতে চাচ্ছিলাম তা ইবাদাত হবে কিনা।
আর ওই সূরা পাঠ করার সময় যে বিসমিল্লাহ পড়বো সেটার মালিক ও তো একমাত্র আল্লাহই হবেন কেননা সব বিসমিল্লাহ ই তো এক হোক সেটা কুরআন দেখে পড়ুক কিংবা না দেখে।অর্থাৎ বিসমিল্লাহ আলাদা হওয়া বা আলাদা করা সম্ভব না,তাই না?
আর নামাযের প্রত্যেক পাঠ এর মালিক আল্লাহ একা, হোক সেটা আউযুবিল্লা, বিসমিল্লাহ কিংবা বৈঠক এ বসে থাকা এবং বসে থাকা অবস্থায় আঙুল নাড়িয়ে শয়তানকে বাড়ি দেয়া।
এই সব কিছুর মালিক আল্লাহ একা, তাই না?
শায়েখের কাছে অনুরোধ রইলো উত্তরটি প্রশ্নের ভাষার মতোই ভেঙে ভেঙে দিবেন যাতে বুঝতে সহজ হয়।