ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) স্বামী যদি রাগের মাথায় বলে
" আল্লাহ কে সাক্ষী রেখে আমি তাকে ছেড়ে দিছি"। ৩বারের বেশি যদি বলে,তাহলে স্বামীকে জিজ্ঞাসা করতে হবে, তিনি পরবর্তী বাক্য দ্বারা কি উদ্দেশ্য নিয়েছেন।যদি পরবর্তী বাক্য দ্বারা নতুন কিছু উদ্দেশ্য নিয়ে থাকেন, তাহলে যতবার নতুন তালাকের উদ্দেশ্যে বলবেন,তত তালাক পতিত হবে। কিন্তু যদি তিনি পরবর্তী বাক্য দ্বারা প্রথমবার ব্যবহৃত বাক্যর তা'কিদ বা প্রথমবারের কথাকেই বারংবার বলে থাকেন, তাহলে এক তালাক পতিত হবে, এবং পরবর্তীতে ব্যবহৃত বাক্য প্রথম বাক্যর তা'কিদ বা শক্তিশালী রূপ হিসেবেই বিবেচিত হবে।
لما في الفتاوى الهندية ج١-ص:٣٥٦
مَتَى كَرَّرَ لَفْظَ الطَّلَاقِ بِحَرْفِ الْوَاوِ أَوْ بِغَيْرِ حَرْفِ الْوَاوِ يَتَعَدَّدُ الطَّلَاقُ وَإِنْ عَنَى بِالثَّانِي الْأَوَّلَ لَمْ يُصَدَّقْ فِي الْقَضَاءِ كَقَوْلِهِ يَا مُطَلَّقَةٌ أَنْتِ طَالِقٌ أَوْ طَلَّقْتُك أَنْتِ طَالِقٌ وَلَوْ ذَكَرَ الثَّانِيَ بِحَرْفِ التَّفْسِيرِ وَهُوَ حَرْفُ الْفَاءِ لَا تَقَعُ أُخْرَى إلَّا بِالنِّيَّةِ كَقَوْلِهِ طَلَّقْتُك فَأَنْتِ طَالِقٌ كَذَا فِي الظَّهِيرِيَّةِ.
(২)
স্বামীর নিয়তের উপর নির্ভরশীল। স্বামী যদি পরবর্তী বাক্য দ্বারা নতুন তালাক উদ্দেশ্য না নিয়ে থাকেন, তাহলে কোনো তালাক পতিত হবে না।