ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
বাবার ইনকাম হারাম হলে,
সাবালক ছেলে বাবার ইনকাম থেকে কিছুই গ্রহণ করতে পারবেনা।
তবে যদি সে অপারগ থাকে,তাহলে পরবর্তীতে ঐ টাকা সদকাহ করার নিয়তে হিসেব করে করে বাবার কাছ থেকে আপাতত নিতে পারবে।
মেয়ের বাবার ইনকাম যদি হারাম হয়,এবং ঐ বাবার মেয়ে যদি দ্বীনদ্বার হয়,তাহলে এমন মেয়েকে বিয়ে করতে কোনো অসুবিধে নাই।
কেননা বাবার ইনকাম হারাম হলেও বাবার উপর শরীয়ত কর্তৃক মেয়েকে লালন পালন করা ওয়াজিব।হারাম খাওয়ানোর দরুণ বাবাকে জবাবদিহি করতে হবে।তবে মেয়ে নিরাপরাধ হিসেবেই থাকবে।
নাবালক ছেলে সন্তান এবং সকল বয়সের মেয়ে সন্তানের লালনপালনের দায়িত্ব নিকটাত্মীয় মাহরাম পুরুষের উপর।পিতা,ভাই,চাচা ইত্যাদি মাহরাম পুরুষরা ধারাবাহিক মেয়ে সন্তানদের লালন-পালনের দায়িত্ব গ্রহণ করবে। এটা তাদের উপর ওয়াজিব।তারা এ দায়িত্ব পালন না করলে গোনাহগার হবে।
ونفقة البنت بالغة والابن بالغا زمنا أو أعمى على الأب خاصة به يفتى
বালেগ মেয়ে এবং বালেগ পঙ্গু বা অন্ধ ছেলের ভরণপোষণের দায়িত্ব পিতার উপর।এটার উপরই ফাতাওয়া।(আল-উকুদুদ-দুররিয়া-১/৮২) বিস্তারিত জানুন-
https://www.ifatwa.info/2362
কতটুকু খাবার খাওয়া জায়েয?
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)
নাবালক ছেলে সন্তান ও সকল বয়সের মেয়ে সন্তানের ভরণপোষণ যেহেতু বাবার উপর ওয়াজিব। সুতরাং ঐ বোনের জন্য নিজ পিতা মাতা থেকের নিজের প্রয়োজন ব্যবহার জায়েয হবে।
(২)
খরগোশের গোশত খাওয়া হালাল।
"عن أنس رضي الله عنه قال: أنفجنا أرنبًا ونحن بمر الظهران فسعى القوم فلغبوا فأخذتها فجئت بها إلى أبي طلحة فذبحها فبعث بوركيها أو قال: بفخذيها إلى النبي صلى الله عليه و سلم، فقبلها".
(أخرجه البخاري في باب الأرنب (5/ 2104) برقم (5215)،ط. دار ابن كثير ، اليمامة – بيروت، الطبعة الثالثة ، 1407 = 1987)
"عن محمد بن صفوان: أنه مر على النبي صلى الله عليه وسلم بأرنبين معلقهما، فقال: يا رسول الله، إني أصبت هذين الأرنبين، فلم أجد حديدةً أذكيهما بها، فذكيتهما بمروة، أفآكل؟ قال: "كل".
(أخرجه أبوداود في سننه في باب الأرنب (4/ 390) برقم (3244)،ط. دار الرسالة العالمية، الطبعة: الأولى: 1430هـ = 2009م)
(৩)কোন বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে ফিল্ড ট্রিপ(ট্যুর) নিলে যেটা ৭৮ কিমি কম, মাহরাম ব্যতিত সেখানে যাওয়া জায়েয হবে না। হ্যা, ট্যুরে না যাওয়ার কোনো অপশন না থাকলে, তখন নেককার মহিলাদের সাথে সফর করা বৈধ হবে। ফ্রিমিক্সিং পরিবেশ থেকে নিরাপদে থাকতে হবে। এবং নিজেকে সকল প্রকার হারাম থেকে যথেষ্ট দূরে রাখতে হবে।