ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহর নাম বা জাত দ্বারা কোনো জিনিস করার বা না করার কসম করলে, কসম হয়ে যায়।যখন কেউ অাল্লাহ নাম উচ্ছারণ করে কসম করে ফেলবে,তখন আল্লাহর নামের সম্মানার্থে সেই কসমকে পূর্ণ করা তার উপর ওয়াজিব হয়ে যায়।যদি সে কসম কে ভঙ্গ করে ফেলে,তাহলে তখন কসম ভঙ্গ করে আল্লাহর নামের বেহুরমতি করার শাস্তি স্বরূপ তাকে কাফফারা দিতে হবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/1808
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
'আর গুনাহের কাজ করবো না' এই মর্মে কেউ যদি আল্লাহর সাথে আল্লাহর নামে কসম করে,এবং পরবর্তীতে পুণরায় সেই গুনাহ করে কসম রাখেনা এবং একইভাবে পুণরায় কসম করে আবারো ভেংগে ফেলে, তাহলে এতেকরে কবিরা গুনাহ হবে।এবং কাফফারাও আসবে।যতবার কসম করা হবে, এবং কসমের পর কসমকে ভঙ্গ করা হবে, ততবারই কাফফারা দিতে হবে।
আল্লাহর নামে কসম করে কসমকে ভঙ্গ করলে বা কসম না রাখিলে,অবশ্যই গোনাহ হবে। এজন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে।
বান্দা পুণরায় দৃঢ় ভাবে যদি আল্লাহর ক্ষমা চায়, তাহলে আল্লাহ অবশ্যই ক্ষমা করে দিবেন।