আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
90 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (11 points)

আসসালামু আ'লাইকুম 

একাধিক বোনের প্রশ্ন একত্রে করছি উস্তাদ। বোঝার সুবিধার জন্য নম্বর দিয়ে দিলাম

 ১। আমার থুতনির খানিকটা অংশ একটু ঝুলে পড়া, যা সামনে থেকে তাকালে দেখা যায়। সেক্ষেত্রে নামাজের মাঝে এই অংশ পর্যন্ত অনাবৃত হয়ে গেলে কি নামাজ ভেঙে যাবে?

২। শহরের বাথরুমে কাপড় পাক করার সময় কলের নিচে কাপড় ভিজিয়ে নিগরে নিলে এবং এমনটা ৩ বার করে নিলে কি কাপড় পাকের জন্য ৩ বার ধোয়ার বিষয়টি সম্পন্ন হয়ে যাবে?

৩। কমোডওয়ালা বাথরমে কি ওযু করা যাবে? 

৪। নিকাব করা অবস্থায় কি বান্ধবীদের সাথে পার্কে বসা যাবে? আত্মীয়স্বজনের সাথে যাওয়া যাবে (ফ্যামিলি টুরের মতো)?

৫। চোরাই ওয়েবসাইট থেকে কি গল্পের বই পড়া যাবে? এরা অন্য ভাষায় লেখার বই কপি করে এনে অনুবাদ করে নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে। 

৬। কিডনি/ অন্যান্য অঙ্গ ডোনেশন করা যাবে?  

1 Answer

0 votes
by (566,400 points)
জবাবঃ- 
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم


(০১)
https://ifatwa.info/63658 নং ফতোয়াতে উল্লেখ রয়েছেঃ- 
হাদীস শরীফে এসেছেঃ- 
আয়েশা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

لاَ يَقْبَلُ اللَّهُ صَلاَةَ حَائِضٍ إِلاَّ بِخِمَارٍ

আল্লাহ তাআলা খিমার পরিধান করা ব্যতীত কোন প্রাপ্ত বয়স্কা নারীর নামাজ কবুল করেন না। (সুনান আবু দাউদ ৬৪১)

ﻭَﻟِﻠْﺤُﺮَّﺓِ ﺟَﻤِﻴﻊُ ﺑَﺪَﻧِﻬَﺎ ﺧَﻠَﺎ ﺍﻟْﻮَﺟْﻪِ ﻭَﺍﻟْﻜَﻔَّﻴْﻦِ ﻭَﺍﻟْﻘَﺪَﻣَﻴْﻦ

মুখমণ্ডল, দুই হাত কবজি পর্যন্ত ও টাখনুর নিচে পায়ের পাতা ছাড়া মহিলাদের সারা শরীরই সতর। (রদ্দুল মুহতার ১/৪০৪)

আরো জানুনঃ- 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
“মুখমণ্ডের পরিসীমা হল, মাথার চুল গজানোর স্থান থেকে নিয়ে চোয়ালের হাড়ের শেষ পর্যন্ত এবং দু পাশে দু কান পর্যন্ত।”

তাহলে আমরা জানতে পারলাম যে, থুতনি বা চোয়ালের হাড়ের শেষ পযর্ন্ত চেহারার অন্তর্ভুক্ত। (তার নিচের অংশ চেহারার অন্তর্ভুক্ত নয়।)

তাই নিজে নিজের থুতনিতে হাত দেয়ার পর চোয়ালের যে হাড়ের সন্ধান পাওয়া,সে পর্যন্ত নামাজে খোলা রাখা যাবে।
এই হাড়ের নিচে গোশত যেখান থেকে শুরু হয়েছে,সেখান থেকে ঢাকতে হবে।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার থুতনির যে অংশ একটু ঝুলে পড়া আছে,এর নিচে চোয়ালের হাড়ের সন্ধান পাওয়া গেলে এই অংশ নামাজে অনাবৃত হয়ে গেলেও কোনো সমস্যা হবেনা।

আর যদি এর নিচে চোয়ালের হাড়ের সন্ধান পাওয়া না যায়,সেক্ষেত্রে এই অংশ নামাজে অনাবৃত হয়ে গেলে যদিও নামাজ ভেঙ্গে যাবেনা,তবে উক্ত অংশ আবৃত করতে হবে।

(০২)
হ্যাঁ, এভাবে কাপড় পাকের জন্য ৩ বার ধোয়ার বিষয়টি সম্পন্ন হয়ে যাবে।

(০৩)
এক্ষেত্রে কমোডে যদি কোনো নাপাকি না থাকে,সবই যদি ধুয়ে নেয়া হয়,সেক্ষেত্রে অযু করা যাবে।

(০৪)
পূর্ণ পর্দা মেইনটেইন করে মাহরাম পুরুষ এর সাথে পার্কে যাওয়ার সুযোগ আছে। 

পূর্ণ পর্দা অবস্থায় বান্ধবীদের সাথে পার্কে বসা যাবে।

তবে বিপরিত লিঙ্গ থেকে নিরাপদ দূরত্বে নিজেকে রাখতে হবে। 
গান বাজনা থেকে দূরে থাকতে হবে।

তারপরেও অনেকের লেলুপ দৃষ্টি যেহেতু পড়েই,তাই পার্কে না যাওয়াই তাকওয়ার পরিচায়ক।

আরো জানুনঃ- 

(০৫)
না,পড়া যাবেনা।

(০৬)
এ সংক্রান্ত বিস্তারিত জানুনঃ- 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...