আসসালামু আলাইকুম, আমার স্বামীর কোন উপার্জন নেই, শ্বশুরের টাকায় চলতে হচ্ছে। উনাদের একটা ব্যবসা আছে তবে এখনো লাভ পাচ্ছেন না সেখান থেকে। আমাদের এক আত্নীয় কিছু টাকা আমাদের হাদিয়া দিয়েছেন, এখন আমাদের জন্য কি এই টাকা খরচ করা জরুরী? সামনে আল্লাহ চান তো আমাদের সন্তান আসতে চলেছে, মেডিকেল খরচ প্রয়োজন হবে, তখন এই টাকা ব্যবহার করার জন্য আমি রেখে দিতে চাচ্ছি, এই টাকা না রাখা হলে শ্বশুর থেকে টাকা আনতে হবে, উনি নিদিষ্ট এমাউন্টের বেশি টাকা দিতে চাননা অথবা আমার বাবার থেকে আনতে হবে। এমন অবস্থায় আমাদের করনীয় কি?