আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
179 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (15 points)
1.Amar ammu r apon mama/caca ki amr mahram? naki non-mahram?
Tader samne ki porda korte hobe?

2.Trade license er khetre meyeder chobi dewa jaej kina?

3.Sokher boshe online business kora ki meyeder jnno jaej?

1 Answer

0 votes
by (565,890 points)
জবাবঃ- 
بسم الله الرحمن الرحيم


(০১)
আপনার মায়ের আপন মামা/চাচা আপনার জন্য মাহরাম অর্থাৎ তাদের সাথে চিরস্থায়ীভাবে বিবাহ হারাম। সুতরাং তাদের সাথে আপনার পর্দা ফরজ নয়।

আল্লাহ তাআলা বলেন:

حُرِّمَتْ عَلَيْكُمْ أُمَّهَاتُكُمْ وَبَنَاتُكُمْ وَأَخَوَاتُكُمْ وَعَمَّاتُكُمْ وَخَالَاتُكُمْ وَبَنَاتُ الْأَخِ وَبَنَاتُ الْأُخْتِ

“তোমাদের জন্যে হারাম করা হয়েছে তোমাদের মাতাদেরকে, তোমাদের কন্যাদেরকে, তোমাদের বোনদেরকে, তোমাদের ফুফুদেরকে, তোমাদের খালাদেরকে, ভায়ের মেয়েদেরকে এবং বোনের মেয়েদেরকে (সূরা নিশা: ২৩)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
আপনার মায়ের মামা ও চাচা আপনারও ‘মামা’ ও 'চাচা' এর পর্যায়ভুক্ত হিসেবে মাহরাম (যদিও আমাদের সমাজে তাদেরকে দাদা-নানা বলা হয়ে থাকে)।

(০২)
না,এটি শরীয়তের দৃষ্টিকোন থেকে আবশ্যকীয় জরুরতের নয়।
তাই এক্ষেত্রে মেয়েদের ছবি দেয়ার অনুমতি নেই।

তবে কাহারো ক্ষেত্রে যদি এটি অতি আবশ্যকীয় হয়ে দাঁড়ায়,সেক্ষেত্রে বিশেষ প্রয়োজনের দিক লক্ষ্য করে দেয়া যাবে।
তবে ইস্তেগফার চালিয়ে যেতে হবে। 

(উল্লেখ্য, সেই ছবি যেনো কোথাও টাঙ্গিয়ে রাখা বা জনগনের সামনে উন্মোচন করা না হয়।)

(০৩)
শরীয়তের গন্ডির আওতায় থেকে অনলাইনে বিজনেস করা মেয়েদের জন্য জায়েজ আছে।
শখের বসে হলেও এক্ষেত্রে জায়েজ আছে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 141 views
...