জবাবঃ-
بسم الله الرحمن الرحيم
(০১)
আপনার মায়ের আপন মামা/চাচা আপনার জন্য মাহরাম অর্থাৎ তাদের সাথে চিরস্থায়ীভাবে বিবাহ হারাম। সুতরাং তাদের সাথে আপনার পর্দা ফরজ নয়।
আল্লাহ তাআলা বলেন:
حُرِّمَتْ عَلَيْكُمْ أُمَّهَاتُكُمْ وَبَنَاتُكُمْ وَأَخَوَاتُكُمْ وَعَمَّاتُكُمْ وَخَالَاتُكُمْ وَبَنَاتُ الْأَخِ وَبَنَاتُ الْأُخْتِ
“তোমাদের জন্যে হারাম করা হয়েছে তোমাদের মাতাদেরকে, তোমাদের কন্যাদেরকে, তোমাদের বোনদেরকে, তোমাদের ফুফুদেরকে, তোমাদের খালাদেরকে, ভায়ের মেয়েদেরকে এবং বোনের মেয়েদেরকে (সূরা নিশা: ২৩)
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
আপনার মায়ের মামা ও চাচা আপনারও ‘মামা’ ও 'চাচা' এর পর্যায়ভুক্ত হিসেবে মাহরাম (যদিও আমাদের সমাজে তাদেরকে দাদা-নানা বলা হয়ে থাকে)।
(০২)
না,এটি শরীয়তের দৃষ্টিকোন থেকে আবশ্যকীয় জরুরতের নয়।
তাই এক্ষেত্রে মেয়েদের ছবি দেয়ার অনুমতি নেই।
তবে কাহারো ক্ষেত্রে যদি এটি অতি আবশ্যকীয় হয়ে দাঁড়ায়,সেক্ষেত্রে বিশেষ প্রয়োজনের দিক লক্ষ্য করে দেয়া যাবে।
তবে ইস্তেগফার চালিয়ে যেতে হবে।
(উল্লেখ্য, সেই ছবি যেনো কোথাও টাঙ্গিয়ে রাখা বা জনগনের সামনে উন্মোচন করা না হয়।)
(০৩)
শরীয়তের গন্ডির আওতায় থেকে অনলাইনে বিজনেস করা মেয়েদের জন্য জায়েজ আছে।
শখের বসে হলেও এক্ষেত্রে জায়েজ আছে।