আসসালামুআলাইকুম,
কেউ যদি এমন বলে , আমি আমার বউ কে চাকরী করতে দিবনা। বিয়ের পূর্বে স্ত্রী কেউ বলা হয়েছে চাকরী করতে দিবনা। বিয়ের আগে চাকরী করে নাও তোমার আব্বু মার সন্তুষ্টির জন্য। বিয়ের পর চাকরী করতে দিবো না । সংসারে অনেক প্রবলেম হয়। বিয়ের পূর্বে স্ত্রী বললো সে কিছুদিন চাকরী করবে দিয়ে আর চাকরী করবে না। আসলে স্বামীর নার্সিং এর চাকরী পছন্দ না , স্বামীর অনুমতি নিয়ে তাই স্ত্রী শিক্ষিকা হবার জন্য চেষ্টা করে। বিয়ের পর স্ত্রী প্রাইমারি শিক্ষিকার পরীক্ষায় পাশ করে। স্বামী বলে আমার অবর্তমানে , বা খুব প্রয়োজন হলে সে ক্ষেত্রে চাকরী করতে হবে ।
শায়েখ বিষয় হলো, চাকরী করলে ডিভোর্স এমন কথা বিয়ের পূর্বে এমন বলেছে কিনা সিওর না, মনে ও নেই।
কিন্তু বিয়ের পূর্বে এক বন্ধুর সাতে কথা হচ্ছিলো , তার স্ত্রী নার্সিং এর চাকরী করে । তাই তার সাতে তর্ক বিতর্ক হচ্ছিলো, আমি রাজি না চাকরী করতে দিতে আর সে বলেছে চাকরী করতে পারে। আমি বললাম খুব প্রয়োজন এ অবশ্যই চাকরী করবে। তাছাড়া নরমালি চাকরী করতে আমি দিবো না। অন্য চাকরী করতে দিবো কিন্তু নার্সিং এর চাকরী করতে দিবো না নাইট ডিউটি থাকে অনেক প্রবলেম। এই সব কথা হচ্ছিলো ।
সে বন্ধু বলেছে একটা মেয়ে অনেক পড়াশোনা করে , তোর কথা শুনবে?? আমি বললাম তার জন্য আগে থেকে কথা বলে নিবো। এই রকম কথা হয়েছে। ( আর যদি বলে থাকি তাহলে হয়তো বলেছি এমন হলে ডিভোর্স দিবো, এমন বলেছি কিনা মনে নেই যে "এমন করলে ডিভোর্স " এই রকম কোনো বাক্য বলেছি কিনা সন্দেহ আছে। আর বললে হয়ত বলেছি ডিভোর্স দিবো)
চাকরি করা মেয়ে বিয়ে করবনা। চাকরী করা মেয়ের আমার বাড়িতে জায়গা নাই। বা চাকরী করলে আমার বাড়িতে জায়গা হবে না বা জায়গা নাই।
এখন আমার স্ত্রী চাকরী পেয়েছে, আমি চাইছি সে চাকরী টা করুক। হুজুর আমার স্ত্রী কি চাকরী করতে পারবে?? কোনো তালাক পতিত হবে না তো?