আসসালামু আলাইকুম। আমি পরিবারের বড় মেয়ে,আমার আব্বু শারীরিক অসুস্থতার জন্য এখন তিনি পরিবারের ব্যয় বহন করতে পারেন না। তাই আমার আম্মু কাজ করেন সাংসারিক খরচ চালানোর জন্য। এতে তার পর্দা করা ও কষ্টকর হয়। তাছাড়া শুধু তার একার আয়ে আমার এবং আমার ছোট ভাইয়ের পড়াশুনা এবং সাংসারিক খরচ বহন করা খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এ কারণে আমি চেয়েছিলাম পড়াশোনা শেষ করে একটি চাকরি করে আমার পরিবারের পাশে দাঁড়াতে। কিন্তু বর্তমানে লেখাপড়ার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ছবি দিতে হয়। ভাইবাতে মুখ খুলতে বলা হয়। চাকরি করতে গেলে সেখানে ছবি দিতে হবে, ভাইবার সময় মুখ ঢেকে রাখলে চাকরি হবে না। পরিবারের সকলেই বলেন তোমাকে আমাদের পরিবারের অবস্থা বুঝতে হবে। তারা চান আমি চাকরি করি। কিন্তু পর্দার খেলাফ করে আমি কোনো কাজ করতে চাই না। পড়াশোনা ছেড়ে দেওয়ার কথা পরিবারে বলেছি কিন্তু তারা বলেন অনার্স শেষ করতে হবে। অনার্স কমপ্লিট করতে হলে ভাইভাতে আমাকে মুখ খুলে যেতে হবে যেটা আমার জন্য ভীষণ যন্ত্রণাদায়ক। আমার ফার্স্ট ইয়ারের পরীক্ষার সময় ম্যাম আমাকে মুখ খুলতে বাধ্য করেন হলের স্যার এবং শিক্ষার্থীদের সামনে।পারিবারিক কারণে পড়াশোনাটা ছেড়ে দিতে পারছি না আবার এই পরিবেশটাও আমি মেনে নিতে পারছি না। আমি যদি পড়াশোনা ছেড়ে দেই। তাহলে বাবা মার অবাধ্য হওয়ার জন্য কি পাপ হবে ? আমি চেয়েছিলাম পর্দা করে কাজ করতে যেহেতু মা কে কাজ করতে হচ্ছে তাই। কিন্তু তেমন কোনো পরিবেশ আমি পাইনি। ইসলামী বিধি অনুযায়ী আমার কি করা উচিত ?