ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
কেউ যদি নির্জনে একা একা স্ত্রীকে না শুনিয়ে ডিভোর্স দিয়ে দেয়, তাহলেও ডিভোর্স বা তালাক হয়ে যাবে।এক্ষেত্রে স্ত্রীকে জানানোর কোনো প্রয়োজনিয়তা নাই।
নির্জনে একা একা ডিভোর্স দেওয়ার পর কেউ যদি নির্জনে একা একা বলে " স্ত্রীকে ফিরিয়ে নিচ্ছি" তাহলে এদ্বারাও রাজআত হয়ে যাবে।
মুস্তাহাব হল,তালাক পরবর্তী দুইজন সাক্ষীর উপস্থিতিতে রাজ'আত করা। (ফাতাওয়ায়ে হিন্দিয়া ১/৪৬৮) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/2579
স্ত্রীকে না জানিয়ে কেউ যদি একা একা নির্জনে বলে যে,তোমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করলামম, তাহলে এদ্বারা বিয়ে হবে না।
(২)
যেভাবে একা একা নির্জনে বললে রাজআত হয়, ঠিকতেমনিভাবে একা একা নির্জনে বললে ডিভোর্সও হয়।
(৩)
আপনি পরিস্কারভাবে উল্লেখ করুন, এখানে আপনি কি উদ্দেশ্য নিয়েছেন।কমেন্ট করার পর উত্তর দেয়া হবে।