আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লহ হযরত।
পূর্বেও এ নিয়ে প্রশ্ন করেছিলাম,উত্তর পেয়েছি আলহামদুলিল্লাহ। নতুন প্রেক্ষাপট আসায় আবারও প্রশ্ন করতে হচ্ছে। আসলে,আমার পক্ষে সরাসরি কোনো ইফতা বিভাগে যাওয়া বা প্রশ্ন করে পাঠানো অসম্ভব
আমার হাসব্যান্ড বলেছিলেন, "আর ছেলেদের আইডি ঘাটবা?ঘাটলে কি হবে বলো? ঘাটলে ডিভোর্স।" আসলে আমি একটা প্রয়োজনের জন্যই এক নন মাহরাম ভাই এর ফেসবুক আইডি ঘেটেছিলাম। ভেতরে ঢুকে দেখেছিলাম পোস্ট,কমেন্ট সব। তারপর এই শর্ত দেন প্রচন্ড রাগ করে।
সতর্কতার সাথে থাকি এখন। কিন্তু মোবাইল যেহেতু ব্যবহার করতেই হয় পড়াশুনা+বিভিন্ন দরকারে,তাই নানা সমস্যার উদ্ভব হয়-
১) ফেসবুকে একটা ইসলামিক পোস্ট সামনে আসে স্ক্রল করতে গিয়ে, "ইসলামিক নসিহাহ" নামের আইডি/পেজ থেকে। এটা কি আসলে পেইজ না আইডি সেটা বুঝতে পারছিলাম না। যেহেতু আমার ফ্রেন্ডলিস্টে কোনো গাইরে মাহরাম পুরুষের আইডি থাকার কথা নয়,তাই আমি শিউর হতে "ইসলামিক নসিহাহ" তে ক্লিক করে দেখি এটায় পেইজ না লিখে প্রোফাইল লিখা। ভেতরে ঢুকে সব পোস্ট ইত্যাদি দেখি নাই,আমি সাথে সাথে কেটে দেই প্রোফাইল লিখা দেখে আর মেসেজ অপশন এ ক্লিক করে মেসেজ দেই,আপনি কি মেইল না ফিমেইল? আমার আইডিতে তো মেইল থাকার কথা না। পরে বলল সে ছেলে। আইডিটা তারই। কিন্তু তার বোনআর সে চালায়।
বেশ কিছু দিনই নিউজফিডে এই আইডির পোস্ট আসত। শুধু লেখা পড়তাম চোখে পড়ত দেখে। জানতাম না এটা কোনো আইডি,পেইজ মনে হত।
এভাবে কি শর্ত বাস্তবায়ন হয়ে তালাক হয়ে গেল?
২) ফেসবুকে অনেক পেইজ থাকে,জিনিস কেনাবেচার। সেগুলো কার পেইজ তাতো জানি না। ছেলে না মেয়ে। এসব পেইজের বিক্রয়ের জিনিশগুলো দেখলে কোনো সমস্যা হবে আমাদের বৈবাহিক সম্পর্কে মানে ডিভোর্স হবে? পেইজ তো আর আইডি না।
৩)তানজিম ফ্যাশন,রায়ান,লাবিব এরকম ছেলেদের নাম লেখা পেইজে পণ্য দেখলে কিছু হবে,তালাক কার্যকর হবে? এসব পেইজ তো দোকানের মতো। ফেসবুকে পেইজ খুলে সেল করে।
৪) অনলাইনে মাদ্রাসাহতে পড়ার সময় টেলিগ্রামে আমরা সবাই অডিও কল এ যখন থাকি, উস্তাযসহ সবার আইডিই সামনে ভেসে উঠে। উস্তায বা অন্য ছেলে কারও আইডিতে একটা উক্তি/বায়ো লেখা আছে সেটাও চোখের সামনে ভেসে উঠে যেমন-"বাস্তব স্বপ্ন খুঁজে বেড়াই,বাস্তবতার..."কিছু লেখা থাকে। এগুলো তো পড়ে ফেলি, আইডিতে ক্লিক করিনা,চোখের সামনে চলে আসে।চোখ পড়ে।এতে তালাক হয়ে যাবে কি?
৫)আমি যেহেতু বাইরে কম যাই,শপিং বাসায় থেকে করার চেষ্টা করি অর্ডার দিয়ে।ব্যাগ এর পেইজ খুঁজতে গিয়ে ব্যাগের পোস্ট দেখি। ক্লিক করে দেখি এটা একটা আইডি। এক বিদেশী মহিলার হিজাব পড়া ছবি দেয়া প্রোফাইলে আর বিদেশী নাম লিখা,ব্র‍্যাকেটে(kittymommy) লিখা,যেহেতু mommy মানে মা,ধরে নিয়েছি এটা মেয়ের আইডি। এরপর একটু স্ক্রল করে দেখেছি। এভাবে সামনে কোনো কেনাবেচার পোস্ট আসলে ছেলে না মেয়ের আইডি বুঝার জন্য আইডিতে একটু স্ক্রল করলে কি ডিভোর্স কার্যকর হবে?
৬) ফেসবুকে reels নামে একটা বিষয় আছে মানে শর্ট ভিডিও আসে। সেটা কার ভিডিও বা কোনো আইডি বা পেইজের কিনা এতে ক্লিক করলে পাওয়া যায়। যদি কোনো ভিডিওতে ক্লিক করি,দেখার জন্য,কিন্তু ঐ আইডি/পেইজে না ঢুকি,তাহলে সমস্যা আছে?
৭) কোনো গাইরে মাহরাম ফ্রেন্ড ফেসবুকে না থাকা সত্বেও অনেক সময় পোস্ট চলে আসে কিভাবে যেন,সেসব পোস্ট পড়লে(আইডিতে ক্লিক না করে,নিউজফিডে আসা পোস্ট পড়লে)কি ডিভোর্স এ পরিণত হবে আমাদের বিবাহের সম্পর্ক?
এ জাতীয় প্রেক্ষাপট বিভিন্নভাবে আসায় সামনেও যদি এই নিরিখে প্রশ্ন করতে হয়(সিচুয়েশন ভিন্ন থাকে যেহেতু), শাইখ দয়া করে উত্তর করবেন শাইখ। অনেক চেষ্টা করি দ্বীন মেনে চলার! তাই বিচলিত হই,উপায়ন্তর না দেখে এখানে এসে প্রশ্ন করি।