আসসালামু আলাইকুম,
প্রশ্ন: আমি আমার প্রোফাইলে ইসলামিক পোস্ট করি যেমন ইসলামিক কথা,লেকচার বা আয়াত,তিলাওয়াত। আমি বারবার মনকে বুঝাই এটা যেনো আমার জন্য সাদকায়ে জারিয়ার অংশ হয় এইজন্য পোস্ট করি। কিন্তু পোস্ট করার পর বারবার মনে হয় দেখি কে কয়টা রিএক্ট দিয়েছে। ইভেন মাঝে মাঝে দেখেও ফেলি। বেশি রিএক্ট আসলে ভালো লাগে আরও নতুন নতুন কিছু পোস্ট করার জন্য উৎসাহ পাই। আবার কেউ যদি রিয়েক্ট না দেয় তাহলে খুব খারাপ লাগে। আর পোস্ট করতে মন চায়না। কিন্তু আমি মনকে বুঝাচ্ছি যে আমি এগুলো রিয়েক্ট পাওয়ার আশায় পোস্ট করছিনা।তবুও খারাপ লাগে। আমার এখন ভয় হচ্ছে,আমার এইরকম মন মানসিকতার কারণে কি রিয়া হয়ে যাচ্ছে? আমি এই বিষয়টা নিয়ে খুবই বিব্রতকর পরিস্থিতিতে আছি। মাঝে মাঝে ইচ্ছা হয় এসব সোশ্যাল মিডিয়ায় আর আসবোনা। কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বাধ্য হয়েই আসা লাগে। আমি মাঝে মাঝে ফেইক একাউন্ট খুলে আমার যে পোস্টগুলো নন ইসলামিক কিন্তু পছন্দের আমার সেগুলোতে রিয়েক্ট দেই। এতেও কি রিয়া হয়?? এবং আমার করণীয় কি?