আসসালামু 'আলাইকুম ইয়া শাইখ,
আমার প্রশ্নটি হলো-একবার আমার জাওয আমার জামা ধরে পেছন পেছনে চলেন আর বলেন,দেখো বাচ্চারা এভাবে মায়ের আঁচল ধরে থাকে। এভাবে এভাবে পেছন পেছন চলে। তোমার তো বাচ্চা নাই,আমিই এখন বাচ্চার কাজ করতেছি।
মানে নিজেকে আমাদের বাচ্চা বুঝালেন এখানে। উনি নিজেকে আমার বাচ্চা বলায় এতে কি এমন কিছু হয়েছে যাতে ডিভোর্স হয়? [স্পষ্ট মনে নেই,কি বাক্য বলেছেন।কিন্তু এরকম সদৃশ কিছু কথা বলেছেন। আমাকে তুলে নেয়া হয়নি,আকদ হয়েছে শুধু,বাচ্চা নেই আমাদের।]