শায়েখ ইলাহ তো আল্লাহ একাই। মানে অন্য ধর্মের যারা পূজা করে,তা শিরক এবং যাদের পূজা করে তারা এই সকল পূজার উপযুক্ত নয়।যদিও এগুলা আল্লাহকে করা যাবে না কারণ ইসলামের বাহিরে। কিন্তু তাদের (যাদের পূজা করা হয়) ও করা যাবে না,কারণ তারা এই সকল পূজা যা কিনা হিন্দুরা আরাধনা/ইবাদত হিসেবে করে এগুলা পাওয়ার অযোগ্য। তাছাড়া কারো মিথ্যামিথ্যি ইবাদাত করা যাবে না, কিংবা মিথ্যামিথ্যি কিংবা হাসি তামাশার ছলেও কাউকে ইলাহ বলা যাবে না কিংবা মিথ্যা মিথ্যি বা হাসি তামাশার ছলে ইলাহ হিসেবে উল্লেখ করা যাবে না৷ কারণ তারা এসবের ও অযোগ্য।
এগুলার সঠিক/ভুল এর ক্ষেত্রে শুধু হ্যা/না লিখে উত্তর দিলেই হবে।
আর এগুলা ছাড়াও তো আরো অনেক ধরনের উদাহরণ আনা যায় বা আসতে পারে চিন্তায়।
তখন কি শুধু এতটুকু ভাবলেই হবে যে ইসলাম অনুযায়ী একমাত্র আল্লাহই ইলাহ ছিলেন, আছেন, থাকবেন আর কেউ কোন ভাবেই ছিল না, আছে না আর থাকবেও না। আর এটা দিয়ে যা যা বুঝায় আমি তা সব মানি। এতো বিস্তারিত পাই টু পাই সব খুটে খুটে বের করার কোন দরকার নেই?
শুধু হ্যা/না তে উত্তর দিলেই হবে।