আসসালামু আলাইকুম।
আমার এক মুসলিম বান্ধবীর শাশুড়ী স্বপ্নে দেখেছে যে,,
একজন বৃদ্ধমহিলা অসুস্থ, এতোই অসুস্থ যে মারা যাওয়ার মতো অবস্থা। সেখানে ওই অসুস্থ মহিলা বাদে আরও দুইজন মহিলা উপস্থিত ছিলেন। তো এক পর্যায়ে অসুস্থ মহিলাটি বান্ধবীর শাশুড়ীকে ডাক দিলে উনি কাছে যায়। পরে অসুস্থ মহিলাটি বান্ধবীর শাশুড়ীকে তার বুকের কাছে নেয় এবং হা করতে বলে। এরপর বান্ধবীর শাশুড়ী হা করলে অসুস্থ মহিলা তার মুখে তিনবার ফু দেয়। এরপর তাদের পাশে থাকা বাকিদুইজন মহিলা বান্ধবীর শাশুড়ীকে 'ইয়া ওয়াহাবু' পড়তে বলে। এরপর তার স্বপ্ন ভেঙে যায়।
গুগলে 'ইয়া ওয়াহাবু' শব্দের অর্থ পেয়েছি 'কোনোরুপ প্রতিদান ব্যতিত অধিক দানকারী'
স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিবেন ইনশাআল্লাহ।
জাজাকুমিল্লাহু খইরান।