আসসালমুআলাইকুম ,
আমি একটা মেয়ে কে ভালবেসে বিয়ে করেছি, বিয়ের অনেক দিন আগে তাকে রেগে বলেছি তোকে বিয়ে করে ডিভোর্স দিবো, বিয়ের পরের দিন ডিভোর্স দিবো ।
তোকে এক দিন বা এক মাস এর জন্য বিয়ে করবো, দিয়ে ছেড়ে দিবো।
এই সব বাক্য গুলো রেগে ব্যাবহার করা হয়েছিল অনেক আগে । পরবর্তী তে যখন বিয়ে হয়, বিয়ের সময় এই সব কোনো বাক্য ব্যাবহার করা হয়নি। বিয়ের সময় কোনো কন্ট্রাক্ট হয়নি যে এত দিন এর জন্য বিয়ে করবো এই রকম কোনো কথা হয়নি । এই কথা গুলো পূর্বে এমনি রেগে বলা হয়েছে, ।
পরিবর্তী তে যখন আমাদের বিয়ে হয় ইসলামিক শরিয়ত মোতাবেক বাড়ির সবাই মিলে উভই পক্ষ রাজি খুশি হয়ে , আমরা বিয়ে করেছি।
১. যেহেতু বলেছিলাম , বিয়ের পর ডিভোর্স দিবো, পরের দিন ডিভোর্স দিবো, এই বাক্যের জন্য কি ডিভোর্স হবে??
২. আমাদের বিয়ে ইসলামিক শরিয়ত মোতাবেক হয়েছে তো? আমাদের কোনো কন্ট্রাক্ট বিয়ে হয়নি তো?
৩. "তোকে এক দিন বা এক মাস এর জন্য বিয়ে করবো"
তুই রাজি আছিস কি না বল , সে হয়ত রাজি ছিল না, আমি হয়ত রেগে বার বার জোর করেছি , দিয়ে হয়ত হ্যাঁ বলেছে। বিয়ের অনেক দিন আগে ঝামেলা করে হয়ত এমন বাক্য বলা হয়েছে। কিন্তু তাতে সন্দেহ হচ্ছে। কিন্তু আমার পরিষ্কার করে মনে পড়ছে না । এর জন্য কি আমাদের এখন কার বৈবাহিক জীবনে সমস্যা হবে??