বিয়ের জন্য পাত্র-পাত্রীর দেখা সাক্ষাতের সময় খালওয়াত নয় এরকম স্থানে পরস্পর কথা বলতে পারবে? যেখানে হয়তো পাত্রীর বাবা অথবা ভাই একটু দূরে বসে আছেন। নাকি তাদের উভয়ের সাথে একই স্থানে বসে তাদের আলাপ শোনা জরুরি? (কারণ বিয়ের পূর্বে এমন কিছু বিষয় জানার প্রয়োজন হতে পারে যেটা তার পরিবারের কারো উপস্থিতিতে জিজ্ঞেস করা অপ্রীতিকর। আবার অনেক সময় পরিবারের দ্বীনি বুঝ পর্যাপ্ত না হবার কারণে কিছু প্রশ্নকে তারা উগ্রতা ভেবে নিতে পারে)