আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ। সম্মানিত শাইখ, নিচের প্রশ্নগুলোর উত্তর দেয়ার দরখাস্ত। অনেক প্রশ্ন হয়ে যাওয়াতে আফওয়ান। স্বপ্নের ব্যাখ্যা গুলো বলবেন দয়া করে।
১. আমার আম্মু স্বপ্নে দেখেছেন তার ছোটো মা মারা গেছেন কিন্তু উনাকে কবর না দিয়ে রেখে দেয়া হয়েছে উনার ছেলে শহর থেকে আসার জন্য (উল্লেখ্য আম্মুর ছোটো মা এবং তার ছেলে দুজনেই অনেক আগে মারা গিয়েছেন) উনাদের সাথে সম্পর্ক ভালো না হওয়াতে আম্মু উনাদের বাসায় না গিয়ে বেড়ার ফাঁক দিয়ে দেখছেন মৃত বাড়ির দৃশ্য, সেখানে কোনো জনমানব নাই আর একটা জায়গা যেটাকে গোসল দেয়ানোর জায়গা মনে হচ্ছে সেখানে একটা সাপ হাটছে যেটা এক থেকে দেড় হাত লম্বা কালো ও হলুদ ডোরাকাটা।
২. আম্মু কিছুদিন আগে স্বপ্ন দেখেছেন উনার শরীরের উপরের অংশ উন্মুক্ত আর উনি মেজ আংকেলের সামনে হঠাৎ তার সেন্স আসে কিরে আমার শরীরে কাপড় নেই কেন এরপর উনি।কাপড় টেনে দেন।
এমন স্বপ্ন আগেও দুই তিন বার দেখেছেন, যেখানে কখনো মানুষ ছিলো আবার কখনো মানুষ ছিলো না।
২. আমি আক্বদের পর থেকে অনেকবার স্বপ্নে দেখেছি আমার অন্য কোথাও বিয়ের কথা হচ্ছে কিন্তু আমি এতে আমি ভীষণ অখুশি কারণ আমার যাওজ আছে আর আমি তাকে ভালোবাসি।
৩।একবার স্বপ্ন দেখলাম আমার যাওজ রোড এক্সিডেন্টে মারা গিয়েছেন, আমি ভীষণ চিন্তিত, চারদিকে খোঁজ খোঁজ করছি, শুধু শুনতে চাচ্ছি উনি ভালো আছেন। উল্লেখ্য উনি দূরপাল্লার বাসে ও ট্রেনে যাতায়াত করেন।
৪। ছোট থেকেই প্রায় স্বপ্ন দেখতাম আমি পরীক্ষার হলে দেরী করে এসেছি, পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। তারপর লিখতে ও পারিনি কিছুই কিভাবে যেন সময় শেষ।
৫।আমি এইচ এস সি তে ফেইল করেছিলাম একবার। এরপর পাশ ও করি অনার্সেও এডমিশন নিই(বিয়ের পর কন্টিনিউ করিনি আর) , কিন্তু আমি স্বপ্ন দেখি স্কুল-কলেজ-ভার্সিটির এডমিশন নিতে চাচ্ছি, ক্লাস করছি বা পরীক্ষা একেক সময় একেক রকম
৬. আমি ছোটো বেলায় সাপ স্বপ্ন দেখতাম, চারপাশে কেচোর মতো সাপ কিলবিল করছে আমাকে পায়ে কামড় দিচ্ছে আর আমার চুলকাচ্ছে।
৭. ছোটো বেলায় পায়খানা স্বপ্ন দেখতাম, ভীষণ নোংরা পরিবেশ, আমার গায়ে লেগে যাচ্ছে ইত্যাদি। সম্প্রতি ও দুই এক বার দেখেছি।
৮. ছোটো বেলায় স্বপ্ন দেখতাম আমি উড়ছি, উড়ে উড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে,(তবে হাত পা নাড়ছে না, কেম্নে জানি চলে যাচ্ছি) পুকুরের উপর দিয়ে, রাস্তার উপর দিয়ে। আমার ভীষণ মজা লাগছে।
৯. কেউ যদি আমার বিনয়কে দুর্বলতা মনে করে আমার করনীয় কী?