ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
https://www.ifatwa.info/83795 নং ফাতাওয়ায় এজাতীয় একটি প্রশ্নের উত্তরে বলেছি।সম্ভবত ঐ প্রশ্নটি স্বামীর পক্ষ থেকে ছিলো। আর এ প্রশ্নটি স্ত্রীর পক্ষ থেকে।
আপনারা স্বামী স্ত্রীর উচিৎ যে, আপনারা নিজেদের পরিবারের লোকদেরকে দিয়ে বিষয়টির নিষ্পত্তি করিয়ে নিবেন।
وَإِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا فَابْعَثُوا حَكَمًا مِّنْ أَهْلِهِ وَحَكَمًا مِّنْ أَهْلِهَا إِن يُرِيدَا إِصْلَاحًا يُوَفِّقِ اللَّهُ بَيْنَهُمَا ۗ إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا خَبِيرًا
যদি তাদের মধ্যে সম্পর্কচ্ছেদ হওয়ার মত পরিস্থিতিরই আশঙ্কা কর, তবে স্বামীর পরিবার থেকে একজন এবং স্ত্রীর পরিবার থেকে একজন সালিস নিযুক্ত করবে। তারা উভয়ের মীমাংসা চাইলে আল্লাহ সর্বজ্ঞ, সবকিছু অবহিত।(সূরা নিসা-৩৫)
যদি পারিবারিকভাবে নিষ্পত্তি করা সম্ভবপর না হয়, এবং পাত্র তালাকনামা পাঠিয়ে দেয়, এবং স্ত্রী নিশ্চুপ থাকে, তাহলে এক্ষেত্রে স্বামী স্ত্রীর কারো গোনাহ হবে না। কেননা এখানে ঝগড়া ফাসাদ এমন পর্যায়ে পৌছে গেছে যে, যেকোনো সময় বড় ধরণের অঘটন ঘটে যেতে পারে।