আসসালামু আলাইকুম
জামাতে পরে আসা মুসল্লীর ক্ষেত্রে তাশাহুদ শেষে(৩য় রাকাত) রফ'উল ইয়াদাইন কখন করবে নিজের ৩য় রাকাতে নাকি ইমামের ৩য় রাকাতে।
যেমনঃ যোহরের জামাতে ইমামের ২য় রাকাতে যদি যুক্ত হয়,
তবে সেটা আমার ১ম রাকাত।
ইমামের ২য় রাকাতে তাশাহুদ শেষে ৩য় রাকাতের জন্য দাড়ালে তখন আমার ২য় রাকাত শুরু হয়, তখন কি রফ'উল ইয়াদাইন করবো?
ঠিক একইভাবে ইমামের চার রাকাত শেষ তখন আমার ৩য় রাকাত।
তাশাহুদ শেষ করে ৪র্থ রাকাতের জন্য দাড়ানোর পর রফ'উল ইয়াদাইন করবো?