আসসালমুআলাইকুম ,
আমি কিছু দিন থেকে একটি বিষয় জানতে চাইছি, কিন্তু আমাকে কেউ উত্তর দিচ্ছে না মুফতি সাহেব।
আবার নতুন ভাবে রেজিস্ট্রেশন করে , আমি বড়ো আশা নিয়ে আবারও প্রশ্ন করছি। অন্তত এবার জবাব দিবেন , অনেক বার জানতে চেয়েছি কিছু একটা জবাব দিয়েন। আসলে মাথায় চিন্তা নিয়ে কি ঘুরে বেড়ানো জাই বলুন। কাকুতি মিনতি করছি একটু জবাব দিবেন। কিছু ক্ষন আগেও প্রশ্ন করে উত্তর পেলাম না। প্লিজ প্রশ্ন টা একটু পড়বেন জবাব দিয়েন।১. কয়েক মাস আগে আমার মনে মনে কিছু শর্ত তালাক এর ভাবনা হয়েছিল, সেটা আমি প্রশ্ন করার জন্য এখানে লিখেছিলাম। এবং প্রশ্ন ও করেছিলাম । এবং আপনাদের উত্তর ছিল মনে মনে কোনো তালাক বা শর্ত তালাক হয়না। অনেক দিন হয়ে গেল , এখন আবার মনে মনে এমন হচ্ছে , প্রশ্ন করার সময় যা বলেছিলাম বা লিখে ছিলাম , এখন শয়তানের ধোঁকায় পড়ে মনে হচ্ছে, সত্যি সত্যি লিখেছি এই রকম মনে হচ্ছে ,। তার পর , যখন ই কারো সাতে কোনো কথা বলছি, কোনো কথার পরিপেক্ষিতে হ্যাঁ বাচক কথা বলছি , তখন মনে হচ্ছে আমি হয়ত সেই সব সর্ত তালাক এর কথা মাথায় আসছে। আর মনে ভাবনা হচ্ছে ওই সব এর জন্য হ্যাঁ , বলছি এই রকম মনে হচ্ছে এর জন্য কি কোনো সমস্যা হবে??
আসলে আমি এই রকম ভাবতে চাই না । তাও এই রকম মনে হচ্ছে। দিয়ে সেই সব কাজ করতে ভয় হচ্ছে। তবুও করে ফেলছি। এতে কি কোনো তালাক হবে?? এখানে প্রশ্ন করতে গিয়ে ভয় হচ্ছে মনে উল্টো পাল্টা ভাবনা চলে আছে। এর জন্য কোনো সমস্যা হবে না তো?? এখানে তালাক শব্দ টা লিখতে গিয়ে ও ভয় হচ্ছে দিয়ে মনে হচ্ছে সত্যি সত্যি লিখছি এই রকম মনে ভাবনা হয়ে যাচ্ছে। আমি মন কে অন্য মনষ্ক করে লিখছি। তাও ওই রকম ভাবনা হচ্ছে। এর জন্য কি কোনো সমস্যা হবে??
২. জিহ্ববা ঠোঁট নাড়িয়ে , কথা বলতে বলতে সেই সঙ্গে মনে মনে তালাক কথা টা বলছে তাহলে কি তালাক পতিত হবে? আর মুখ বন্ধ অবস্থায় আছে, মুখের ভেতর এ জিহ্ববা নাড়িয়ে অন্য একটা কথা বলা হচ্ছে আর মনে মনে তালাক কথা টা বলা হচ্ছে, কোনো কথা উচ্চরণ হচ্ছেনা । মুখের ভেতর অন্য কোনো একটা কথা বলার জন্য জিব টা নড়েছে তাই জিহ্ববা টা নরার শব্দ একটু হয়েছে কিন্তু তালাক শব্দ বলার জন্য জিহ্ববা নড়েনি, , কিন্তু কোনো কথার শব্দ হচ্ছে না মুখে কথা হয়নি । এর জন্য কি কোনো তালাক হবে??