আসসালমুআলাইকুম হুজুর, এই প্রশ্নটি দুই বার করা হয়ে গিয়েছিল। এবং জবাব পেয়েছি , উল্লেখিত ছুরতে শর্ত তালাক হবে না। প্রশ্নের লিংক
https://ifatwa.info/83676/
তাই আমি প্রশ্ন টা এডিট করে মুছে দিলাম।
হুজুর আমার প্রশ্নের উত্তর দিয়ে সাহায্য করুন:-
১. আমি বলছি "কখন যে ওই কাজ টা করবো" এবং এই কথা বলার সঙ্গে সঙ্গে মনে মনে শর্ত তালাকের কথা হয়ে জাই। এক্ষেত্রে যদি সেই কাজ করি তাহলে কি তালাক হবে??
২. আমাদের বিয়ে হয়েছে কিন্তু বিয়ের অনুষ্ঠান হয়নি তাই আমার স্ত্রী তার বাবার বাড়িতে থাকে। কয়েক মাস পরে অনুষ্ঠান হবে। যখন আমরা কোথাও ঘুরতে জাই। ঘুরার পর যখন স্ত্রী কে তার বাবার বাড়িতে রাখতে আসি, বা স্ত্রী যখন বলে বাড়ি যাবো নরমালি , তখন তাকে বাড়িতে রাখতে আসলে মনে মনে হচ্ছে তালাকের ভাবনা হয়। মনে হয় যেনো রাগ করে রেখে যাচ্ছি। এই রকম ভাবে মনে মনে তালাকের ভাবনা হয়। আসলে আমার কোনো নিয়ত নেই, বা উদ্দেশ্য নেই। শয়তানের পাল্লায় পরে এমন মনে হয়। শয়তানের পাল্লায় এমন মনে হলে কি তালাক হবে?
৩. আমার স্ত্রী আমাকে বলছে ফোন এ কত পার্সেন্ট চার্জ আছে? যত পার্সেন্ট চার্জ আছে সেই সংখ্যা টা আমি বললাম নরমালি। তার পর শয়তানের পাল্লায় পড়ে তালাকের ভাবনা হয়। মনে হচ্ছে সেই সংখ্যা নিয়ে তালাকের ভাবনা হচ্ছে। আসলে আমার কোনো নিয়ত নেই বা উদ্দেশ্য নেই। শয়তানের পাল্লায় এমন হয় এর জন্য কি তালাক হবে??
Plz মুফতী সাহেব জবাব দিবেন ।