আসসালামু আলাইকুম। প্রশ্নকর্তা একজন নারী,অবিবাহিত।বর্তমানে বাবার বাসায় পরিবারের সাথে বসবাস করছেন।পারিবারিক ভাবে আলহামদুলিল্লাহ স্বচ্ছল।পারিবারিক দিক দিয়ে চিন্তা ভাবনা করলে তারা কখনো সাদাকা বা যাকাত গ্রহনের খাতে পড়ে না।
প্রশ্ন টা যিনি করেছেন তার কথা সরাসরি তুলে ধরা হয়েছে।এমতাবস্থায় ওনি কি সাদাকা,যাকাত গ্রহন করতে পারবেন?সাদাকা সাধারণত কেউ দেয় না।দিবেও না।যাকাত তাও মানুষ দেয়।এজন্যই যাকাতের কথা জিজ্ঞেস করেছেন।
১)আমার পরিবার, মা বাবা আলহামদুলিল্লাহ স্বচ্ছল।ওনাদের নিজেদের সংসার খরচ,ওষুধ কেনা বাজার খরচ এসবেই অনেক ব্যয় হয়ে যায়।
২)আমি নিজে শিক্ষিত কিন্তু পর্দা মেইনটেইন এর কারনে জবে যেতে পারি নি।বাসা থেকে আমার কোন হাত খরচ ও নেই।আমার কিছু প্রয়োজন থাকে নিজের।কিছু পড়াশোনার জন্যও আবার চিকিৎসার জন্যও।বিভিন্ন কোর্স করি স্কলারশিপ চেয়ে চেয়ে।সব জায়গায় স্কলারশিপ দেয় না।তখন টাকা পে করতে হয়।আমার ইনকামই নাই। আমি পে টা করব কোথা থেকে।
৩)কুরআন শেখার কিছুদিন আগে একটা কোর্স করেছিলাম আলহামদুলিল্লাহ, স্কলারশিপ এ করেছি।আমি সম্পূর্ন ফি এর ৪/১ ভাগ দিয়েছলাম।বাকীটা তারা আমাকে ছাড় দিয়েছেন।এধরনের অনেক কিছুই।
৪)আমার কিছু প্রয়োজন থাকে।আমি অপ্রয়োজনে খরচ করার মানুৃষ না আলহামদুলিল্লাহ। কিন্তু আমার প্রয়োজন যে কিছু আছে,সেগুলোর কি করব?আমার তো দায়িত্ব নেয়ার কেউ নাই।কিছু বলি না তেমন।বললেই বিয়ের খোঁটা শুরু হয়।বিয়ে তো বললেই হয়ে যায় না।
৫)রিসেন্টলি স্কিনের মারাত্মক সমস্যা শুরু হয়েছে। কিন্তু আমার সেসব জিনিস ব্যবহার করতে হবে সেগুলো কেনার সামর্থ্য নাই।দিন দিন স্কিন খারাপ হয়ে যাচ্ছে। কিছুদিন আগে এক ডাক্তার দেখে ওষুধ দিয়েছেন।হিসাব করে দেখলাম কিনতেই ২/৩ হাজার টাকা লাগবে।
মানুষ অন্য সমস্যা খুব সিরিয়াস ভাবে দেখে কিন্তু স্কিনের সমস্যা পাত্তাই দেয় না।অথচ আয়নার সামনে দাড়াতে পারি না।মন চায় আয়না ভেঙে ফেলি।দিন দিন খারাপ হচ্ছে স্কিন।
৬)আমি শিক্ষিত একটা মানুষ হয়ে জব না করে ভুল করেই ফেললাম?আমার ১০ টাকা লাগলেও মানুষের কাছে হাত পাততে হবে?আমার দায়িত্ব টা নেয়ার মত কেউনাই।
৭)আমি টিউশনি করি না।মাঝেমধ্যে কোনভাবে হাতে সামান্য কিছু টাকা আসলে সেগুলো দিয়ে টুকটাক প্রয়োজনে খরচ করি।
৮)এমতাবস্থায় আমি কি করব?আমি কি সাদাকা গ্রহন করতে পারব?যাকাত গ্রহন করতে পারব?কোনদিন চিন্তা করি নাই এ প্রশ্ন আমার করতে হবে। কিন্তু কি করব।আমার পরিবারের, মা,বাবার থাকতে পারে।কিন্তু একজন ব্যক্তি হিসেবে আমি তো ফকির তাই না।আমার ও যে কিছু প্রয়োজন আছে কি করব এসব নিয়ে। কত কন্ট্রোল করব।সব তো বাদও দেয়া যায় না।
টিউশনি নাই,করা যদি যেত করতামই।আমার নিয়মিত ৩ হাজার টাকাও যদি থাকত,তাও এদিক সেদিক ঘুরতে হত না।কিন্তু ৩ হাজার টাকা নিয়মিত স্বপ্নের মত।
৯)এখন মনে হয় কি জানেন।পর্দার চিন্তা না করে জব করলেই ভাল হত।অন্তত আজকে ফকির মত জীবন যাপন করতাম না।যাকাত নিতে পারব কিনা এ প্রশ্ন করতে হত না।মেয়েদের জন্য কত নিয়ম কানুন।কিন্তু দায়িত্ব টা কেউ নিবে না।নিজের ইনকাম থাকলে নিজের প্রয়োজনে খরচ অন্তত করা যেত।নিজের চিকিৎসা অন্তত করতে পারতাম।