জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হাদীস শরীফে এসেছেঃ
قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « إِذَا جَعَلْتَ بَيْنَ يَدَيْكَ مِثْلَ مُؤَخَّرَةِ الرَّحْلِ فَلاَ يَضُرُّكَ مَنْ مَرَّ بَيْنَ يَدَيْكَ (سنن ابى داود، كتاب الصلاة، باب ما يستر المصلى، رقم الحديث-685)
অনুবাদ-রাসূল সাঃ ইরশাদ করেছেন-যদি নামাযীর সামনে হাওদার পিছনের লাঠির সমান কিছু রাখে, তাহলে তার সামনে দিয়ে যারা অতিক্রম হয়, তাদের কোন সমস্যা নেই। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৬৮৫, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-৯৪০, সুনানে বায়হাকী, হাদীস নং-৯৫৪, সুনানে তিরমিযী, হাদীস নং-৩৩৫, সুনানে নাসায়ী কুবরা, হাদীস নং-৮২১, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-২৩৭৯, সহীহ ইবনে খুজাইমা, হাদীস নং-৮৪৩, সহীহ মুসলিম, হাদীস নং-১১৩৯, মুসনাদে আবী আওয়ানা, হাদীস নং-১৩৯৭, মুসনাদে আবী ইয়ালা, হাদীস নং-৬৩০, মুসনাদে আহমাদ, হাদীস নং-১৩৮৮, মুসদানুল বাজ্জার, হাদীস নং-৯৩৯}
★এ হাদীসের ব্যাখ্যায় আল্লামা নববী রহঃ বলেন যে, সুতরা কমপক্ষে হাওদার পিছনের লাঠির সমান হতে হবে। যা হাতের কনুই থেকে কব্জি পর্যন্ত বা এক হাতের এক তৃতীয়াংশ পরিমাণ হয়ে থাকে। এ উচ্চতায় কোন জিনিস দাঁড় করিয়ে দিলে তা সুতরার কাজ করবে।
আরো জানুনঃ
শরীয়তের বিধান হলো যদি নামাজির সামনে জমিন পর্যন্ত সুতরা হয়,সেক্ষেত্রে নামাজির সামনে দিয়ে অতিক্রম করা যাবে।
ফাতাওয়ায়ে শামীতে আছেঃ-
وصورته: أن تكون الستارة من ثوب أو نحوه معلقة في سقف مثلا ثم يصلي قريبا منه، فإذا سجد تقع على ظهره ويكون سجوده خارجا عنها، وإذا قام أو قعد سبلت على الأرض وسترته. ( كتاب الصلاة، باب ما يفسد الصلاة وما يكره فيها، ٢ / ٤٠٠، ط: دار عالم الكتب)
সারমর্মঃ-
কাপড়ের পর্দা যদি ছাদ হতে লটকানো থাকে,অতঃপর তার নিকটে নামাজ আদায় করে,সেজদাহ তার থেকে আলাদা হয়,,,,,,
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত পর্দা টেনে নামায পড়ার সময় যদি পর্দার সামনে দিয়ে কেউ যায় তাহলে সে গুনাহগার হবে,তবে নামাজের কোন ক্ষতি হবেনা।
এমতাবস্থায় পর্দার নিচে ৬ ইঞ্চির মতো ফাকা না রেখে কাপড় জোড়া দিয়ে যমিন পর্যন্ত বানানো হলে সেক্ষেত্রে নামাজ পড়ার সময় সেই পর্দার সামনে দিয়ে কেউ গেলে সে গুনাহগার হবেনা।
এক্ষেত্রে এটি সুতরা হিসেবে যথেষ্ট হবে ।