আসসালামু আলাইকুম
আমি একজন undergraduate ছাত্রী। থিসিসের কাজে কিছু নন মাহরামের সাথে কাজ করতে হচ্ছে, এই জায়গায় বলা যায় একপ্রকার বাধ্য হয়েই করতে হচ্ছে।কিন্তু আমাদের থিসিসের যেই টপিকটা নিয়ে কাজ করতে হচ্ছে সেটা নিয়েই দ্বিধা আছে। টপিকটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় hatespeech detection, এটার ক্ষেত্রে misogyne(নারীবিদ্বেষী), সেক্সিসম, পলিটিকস,religion আরো কিছু বিষয়ে hatespeech নিয়ে কাজ করা হবে।
এখন এক্ষেত্রে যদি এমনকিছু টার্ম বা dataset চলে আসে যেটা আমার আকিদার পরিপন্থী তখন কি বিষয়টা আমার জন্য হারাম হবে?
যেমন, " পর্দা করেনা, ধর্ষণ তো হবেই।" এখানে misogyne ক্যাটাগরিতে hatespeech বলে গণ্য হবে। এরচেয়েও বাজে বা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ আসতে পারে।ওভারঅল বিষয়টা NLP(Natural Language Processing) এর আন্ডার এ।
এই টপিকে কাজ করা কি আমার জন্য জায়েয হবে?