আসসালামু আলাইকুম।
আমার ১ম প্রশ্ন :
এম.এল.এম (রেফারের মাধ্যমে ইনকাম) এম.এল.এম ইনকাম সাধারণত নাজায়েজ বা হারাম। তাহলে নিজের রেফারে নিজেই ইনকাম করে যে প্রফিট পায় সেটা কি হালাল হবে?
২য় প্রশ্ন:
শ্রমহীন বিনিময়, এ ধরনের ইনকাম অউ জায়েয হবে না। (আচ্চা এখানে শ্রম বলতে কোন শ্রমের কথা বলা হয়েছে?)। শরিরের শক্তি ক্ষয় করে যে কাজ করা হয় সেই শ্রম নাকি, যে কোন ধরনের শ্রম। অনলাইনে অনেক ভাবেই ইনকাম করা যায়। (টাস্ক পুরন করে ইনকাম করা কি হালাল হবে?) যেহেতু শ্রম এর কথা আসছে। তাই এই প্রশ্ন করলাম।
আবার, যেখানে শুধু লাভ সেটা জায়েয হয় না। কিন্তু আমি টাস্ক পুরন করে কাজ করি। টাস্ক পুরন করলেই Usdt দেয়। এটা কি হালাল হবে?
আবার, যেখানে লাভ লস দুটিই আছে সেখানে হালাল হবে। তাহলে জুয়া খেলা তেউ ত লাভ লস আছে তাহলে এটা হারাম কেন?
৩য় প্রশ্ন:
আমি আগে এখানে একটি প্রশ্ন করছিলাম যে, টাস্ক পুরন করে Usdt ইনকাম করে টাকা নেওয়া জায়েয হবে?। উত্তর আসছিল যে, যদি টাস্ক পুরনে কোনো হারাম কিছু না থাকে তাহলে হালাল হবে। এই Usdt কিন্তু crypto-currency এর ভিতর পরে। আবার এখানে এক ভাই প্রশ্ন করেছিল যে, crypto-currency লেন দেন হালাল হবে কিনা। অনেক যুক্তি তুলে ধরা হয়েছে এবং বলা হয়েছে এ ধরনের ইনকাম জায়েজ হবে না।
তাহলে আমি যেটা করি এটাউ crypto-currency এর ভিতর আছে, আবার অই ভাই এর প্রশ্নউ ছিল crypto-currency নিয়ে। তাহলে কুন্টা হালাল এবং কুন্টা হারাম হবে? আচ্চা আমাকে একটু সংখেপে বলে দেন এটা কি হালাল হবে?
আমি যে কাজ করি এটা টাস্ক পুরন করে Usdt ইনকাম করা হয় এবং টাকা তে রুপান্তর করি। কিন্তু এখানে ইনভেস্ট করা হয় না।
কিন্তু ভিটকয়েন নেওয়ার জন্য ইনভেস্ট করা হয়। আর এটার দাম উঠা নামা করে। তাই এখানে রিস্ক আছে।
প্রশ্নটি বড় হউয়ার জন্য আন্তরিক ভাবে দু:খিত।