আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
309 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (28 points)
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ

হুজুর,

১) পূর্বের অনেক বছরের কাযা নামাজ আদায়ের জন্য কত বছর থেকে নামাজ ফরজ ধরে হিসেব করতে হবে আর নিয়ত কিভাবে করব?

২) মেয়েরা হায়েয অবস্তায় জিন যাদু সংকান্ত সমস্যা থেকে মুক্তির জন্য  কুরআনের আয়াতের রুকইয়াহ শুধু শুনতে পারবে কি??

৩) এক অঞ্জলী কতটুকু বুঝায়?  ওযূর পূর্বে পা ভিজিয়ে নেয়া  যাবে কিনা ওযূর  ফরয সঠিকভাবে আদায়ের জন্য,

৪) ২২ বছর বয়সেও পড়াশোনা করা অবস্তায় বড় ভাইদের ইনকামে খাওয়া ও হাতখরচ চালানো  জায়েজ কিনা,

৫) জিন সব ধরনের ভাষা বুঝে কিনা,

৬) কুরআন মাখলুক নয়, তবে এ সম্পর্কে কেমন আকীদাহ রাখতে হবে?

৭) বলা হয় যে, নাপাক শরীর নিয়ে  এক ওয়াক্ত নামাজের সময় অতিবাহিত হওয়া ঠিক নয়, এক ওয়াক্ত নামাজের সময় বলতে কতটুকু সময় ১৫/২০ মিনিট নাকি এক ওয়াক্ত থেকে অন্য ওয়াক্ত আসার মধ্যবর্তী সময় টুকু?

৮) তাবলীগের ভাইয়েরা কোনো যুবককে রাস্তায় দাওয়াত দিয়ে যখন নামাজে পাঠায়, তখন ঐ যুবক হঠাৎ নামাজ পড়তে পারবে কিনা, কেননা অনেকে নামাজ ই পড়ে না, আর ফরয গোসল ও জানে না, যার কারণে সে নাপাক ও থাকতে পারে।

৯) বার্ধক্য বলতে আসলে কতটুকু শারীরিক দূর্বলতা বোঝায়?

১০) কুরআনুল কারীম অনুযায়ী সৎ সঙ্গী গ্রহণ এর ব্যাখ্যা কী?  কতটুকু সৎ হলে কাউকে আল্লাহর কথা অনুযায়ী বন্ধু বানানো যাবে ইত্যাদি...

জাজাকাল্লাহু খইরন

1 Answer

0 votes
by (583,020 points)
edited by
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 


(০১)

শরীয়তে ঈমানের পরই নামাযের স্থান এবং তা ইসলামের স্তম্ভ ও বড় নিদর্শনের একটি। পাঁচ ওয়াক্ত নামায নির্ধারিত সময়ের মধ্যে আদায় করা ফরয। কখনো কোনো ওয়াক্তের ফরয নামায ছুটে গেলে কিংবা দীর্ঘকাল অবহেলাবশত নামায না পড়লে পরবর্তীতে এর কাযা আদায় করতে হবে। এ বিষয়টি সহীহ হাদীস, আছারে সাহাবা ও ইজমায়ে উম্মত দ্বারা প্রমাণিত।

এখানে কাযা আদায়ের বিধানটি শুধু ঘুম ও বিস্মৃতি এই দুই অবস্থার সাথে সীমাবদ্ধ করা যাবে না। বরং অবহেলাবশত ছেড়ে দিলেও কাযা জরুরি।

হাদীস শরীফে এসেছেঃ  

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « إِذَا رَقَدَ أَحَدُكُمْ عَنِ الصَّلاَةِ أَوْ غَفَلَ عَنْهَا فَلْيُصَلِّهَا إِذَا ذَكَرَهَا فَإِنَّ اللَّهَ يَقُولُ أَقِمِ الصَّلاَةَ لِذِكْرِى

অনুবাদ-যখন তোমাদের কেউ নামায ছেড়ে ঘুমিয়ে পড়ে, বা নামায থেকে গাফেল হয়ে যায়, তাহলে তার যখন বোধোদয় হবে তখন সে যেন তা আদায় করে নেয়। কেননা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন-আমাকে স্মরণ হলে নামায আদায় কর।

(সহীহ মুসলিম, হাদীস নং-১৬০১
মুসনাদে আহমাদ, হাদীস নং-১২৯৩২
সুনানে বায়হাকী কুবরা, হাদীস নং-৪১৮২)

ওমরি কাজা আদায় সহজের লক্ষ্যে উলামায়ে কেরামগন এর পদ্ধতি বলেছেনঃ   

এখন একটি হিসেব কষতে হবে যে জীবনে বালেগ/বালেগাহ (মনে না থাকলে ১৫ বছর বয়স থেকে হিসেব করতে হবে)
হওয়ার পর সর্বমোট কত ওয়াক্ত নামাজ কাজা হয়েছে।
,
যদি স্পষ্ট মনে না আসে,তাহলে প্রবল ধারনার ভিত্তিতে একটি হিসেব কষতে হবে।

দৈনিক ৫ ওয়াক্ত নামাজ এবং বিতর মোট ৬ ওয়াক্ত নামাজের হিসেব বের করতে হবে।

প্রতি নামাজের  হিসেব লিখে প্রতিদিন সময় বের করে তার কাজা আদায় করবে।(নিষিদ্ধ ওয়াক্ত ব্যাতিত) 
,
এই ভাবে মনে মনে নিয়ত করবে যে আমার জীবনের ১ম ফজরের নামাজ যেটার কাজা আমি আদায় করিনি,সেটা আদায়ের নিয়ত করছি।

আমার জীবনের ১ম জোহরের নামাজ যেটার কাজা আমি আদায় করিনি,সেটা আদায়ের নিয়ত করছি,,,,,।
,
এবং সাথে সাথে নির্দিষ্ট ওয়াক্তে নামাজ আদায় না করার কারনে আল্লাহর কাছে মাফ চাইতে হবে।  

আরো জানুনঃ 
,
(০২)
জায়েজ আছে।
,
(০৩)
এক হাতের মধ্যে যতটুকু স্থান,তাকে অঞ্জলি বলে।
দুই হাত একত্রে করলে যে অঞ্জলি গঠিত হয়।
তাকেও অনেকে অঞ্জলি বলে।
,
শীতকালে শুষ্কতার কারণে চামড়ার ভাঁজে সহজে পানি পৌঁছে না। পা ভিজিয়ে নিলে ধোয়া সহজ হয়। তাই সতর্কতামূলক আগে পা ভিজিয়ে নেওয়া বা পানি ছিটিয়ে দেওয়া ভালো। এতে দোষের কিছু নেই।

-বাদায়েউস সানায়ে ১/১১৭; ফাতাওয়া হিন্দিয়া ১/৯; ইলাউস সুনান ১/১৩৩; রদ্দুল মুহতার ১/১৩১)
,
(০৪)

শরীয়তের বিধান হলো বালেগ হওয়ার আগ পর্যন্ত ছেলে সন্তানের ভরনপোষণ পিতার উপর ওয়াজিব।
সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে তার ভাই যদি তার প্রতি দয়া করা তার খরচ দেয়,তাহলে তার জন্য এটি গ্রহন জায়েজ।
তবে এর জন্য ভাইয়ের উপর কোনো চাপ প্রয়োগ করা যাবেনা।
কারন এটি তার অধিকার নয়।
তারা দিলে সেটি ইহসান হবে। 
 
আরো জানুনঃ 

(০৫)
কোনো জিন যদি সব ধরনের ভাষা শিখে,তাহলে সব ধরনের ভাষা বুঝবে। 
,
(০৬)

কুরআন আল্লাহ তায়ালার কালাম।
এটি মাখলুক নয়।

وإن القرآن کلام اللہ، منہ بدا بلا کیفیة
 قولاً وأنزلہ علی رسولہ وحیاً وصدقہ الموٴمنون علی ذلک حقاً وأیقنوا أنہ کلام اللہ تعالی بالحقیقة لیس بمخلوق ککلام البریة (العقیدة الطحاویة، ص: ۱۲)،
সারমর্মঃ  কুরআন আল্লাহ তায়ালার কালাম    

 والقرآن کلام اللہ تعالی غیر مخلوق (العقائد النسفیة مع شرحھا للتفتازاني، ص: ۴۶) 

কুরআন আল্লাহ তায়ালার কালাম। মাখলুক নয়।
,
(০৭)
নাপাকি অবস্থায় বিনা প্রয়োজনে এক মুহুর্তও অপেক্ষা করা ঠিক নয়।
এর জন্য এক ওয়াক্ত নামাজের প্রশ্নে উল্লেখিত মত আমরা পাইনি।
,
(০৮)      
তার যদি শরীর,কাপড় পাক থাকে,তাহলে সে নামাজ পড়তে পারবে। 
,
(০৯)
বার্ধক্য বলতে আসলে আমাদের দেশে ৬০/৬৫+ কে বুঝায়।
এর জন্য শারীরিক দূর্বলতা বলতে যেটা বলা হয়,সেটা হলো শরীরের অঙ্গপ্রত্যঙ্গ গুলো আস্তে আস্তে কাজ করা কমে দেয়।
,    


(১০)
আল্লাহ তা’আলা বলেন

, يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ.

হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং যারা (কথা ও কাজে) সত্যবাদী তাদের সঙ্গে থাকো। (সূরা তাওবা :১১৯)

সদিকীন বলে কারা উদ্দেশ্য? আল্লাহ তা’আলা সূরা হুজরাতে সদিকীনদের পরিচয় দিচ্ছেন,

إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ آمَنُوا بِاللَّهِ وَرَسُولِهِ ثُمَّ لَمْ يَرْتَابُوا وَجَاهَدُوا بِأَمْوَالِهِمْ وَأَنفُسِهِمْ فِي سَبِيلِ اللَّهِ أُولَٰئِكَ هُمُ الصَّادِقُونَ.

মুমিন কেবল তারাই যারা আল্লাহ ও তাঁর রসূলের প্রতি ঈমান এনেছে অতপর কোনরূপ সন্দেহ পোষণ করেনি এবং নিজের সম্পদ ও নিজের জান দিয়ে আল্লাহর পথে জেহাদ করেছে। তারাই হল সাদিকীন-(কথা ও কাজে) সত্যবাদী। (সূরা হুজুরাত: ১৫)


অন্য আরও কিছু আয়াতে সাদিকীনের পরিচয় এসেছে, যেমন, সূরা আহযাবে আল্লাহ তা’আলা বলেন,

مِنَ الْمُؤْمِنِينَ رِجَالٌ صَدَقُوا مَا عَاهَدُوا اللَّهَ عَلَيْهِ فَمِنْهُم مَّن قَضَى نَحْبَهُ وَمِنْهُم مَّن يَنتَظِرُ وَمَا بَدَّلُوا تَبْدِيلًا لِيَجْزِيَ اللَّهُ الصَّادِقِينَ بِصِدْقِهِمْ وَيُعَذِّبَ الْمُنَافِقِينَ إِن شَاء أَوْ يَتُوبَ عَلَيْهِمْ إِنَّ اللَّهَ كَانَ غَفُورًا رَّحِيمًا.

মুমিনদের মধ্যে কিছু লোক রয়েছে যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা সত্যে পরিণত করেছে। তাদের কেউ কেউ শাহাদাত বরণ করেছে এবং কেউ কেউ (শাহাদাত লাভের) প্রতীক্ষায় রয়েছে। আর তারা (তাদের সংকল্প) মোটেই পরিবর্তন করেনি। এটা এজন্য যেন আল্লাহ, সত্যবাদীদেরকে তাদের সত্যবাদিতার কারণে প্রতিদান দেন এবং মুনাফেকদেরকে চাইলে শাস্তি দেবেন বা ক্ষমা করেন। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। (সুরা আহযাব: ২৩,২৪)


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (37 points)
হুজুর,

৮ নং এর ক্ষেত্রে কোনো ছেলে যদি বালেগ হওয়ার পর থেকে ফরয গোসল সম্পর্কে ধারণা না থাকায় তা  আদায় না করা থাকে, তাহলে তো সে নাপাক।  এক্ষেত্রে সে ঐ দাওয়াতে নামাজ পড়তে পারবে কিনা যদিও সে বালেগ হওয়ার পর থেকে ফরয গোসল আদায় করিনি এখনো। 

জাজাক আল্লাহ

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...