আসসালামু আলাইকুম।
আমার বয়স ২৪ চলতেছে,
ছোট বেলায় পরাশুনা গ্যাপ পরাতে ৩বছর পিছিয়ে পরেছি,
এখন পরাশুনা করছি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে Bsc In CSE তে,
প্রথম সেমিস্টার শেষ হয়েছে, আরও বাকি ৭ সেমিস্টার
গ্রাজুয়েশন শেষ করে বের হতে প্রায় ৩.৫ বছর লাগবে।
তখন আমার বয়স গিয়ে দারাবে ২৭.৫ বছর।
পড়াশুনার পাশাপাশি আমি WordPress & PHP Laravel শিখতে ছি।
এখন বুঝতে পারছি যে যদি PHP LARAVEL বা WordPress নিয়ে আরেকটু ভালো ভাবে শিখার পিছনে সময় ব্যয় করি তাহলে একটি ফুলটাইম জব এর ব্যবস্থা হয়ে যাবে।
সেক্ষেত্রে আমি ২৫ বয়সের মধ্যে চরিত্র কে হেফাজত করার এবং দ্বীন পরিপূর্ণ করার জন্য বিয়ের সামথ লাভ করতে পারবো ইনশাআল্লাহ ।
পরবর্তীতে সামাজিক পরিচয় হবে ইঞ্জিনিয়ার ই।
ইউনিভার্সিটি তে পরাশুনার বিবিধ খরচ পরিবার থেকে দিচ্ছে এবং দিবে,কিন্তু আমার তা নিতে ভালো লাগে না।
কারন আমার বয়সের সবাই গ্রাজুয়েশন শেষ করে জিব নিয়ে ফেমিলি কে সাপট দিচ্ছে সেখানে আমি টাকা নিয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করবো, এটা ভালো লাগে না,তাছাড়া ইউনিভার্সিটি তে বেগানা মেয়ে থাকে কমবাইন শিক্ষা ব্যবস্থা, যারা ইসলামের হুকমত সম্মদ্ধে জ্ঞান রাখে না,তাদের থেকে বেচে থাকাও কষ্ট কর,না চাইলেও চখ পরে যায় তাদের দ্বারা আক্রষ্ট হই,
পরিবারের সবার ইচ্ছে আমি ইঞ্জিনিয়ার হয়ে বের হব চাকুরী করবো, তাদের মুখ উজ্জ্বল করবো।
এতে আমার মনে হয় অনেক দেরি হয়ে যাবে ভবিষ্যৎ পরিকল্পনায়।
আমারও ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে আছে,
তবে আমি যদি গ্রাজুয়েশন এর জন্য রেগুলার ইউনিভার্সিটিতে না গিয়ে অনলাইনে পরাশুনা করি এবং নিযে কাজ করে দক্ষ হই তাহলে আমার পক্ষে ইঞ্জিনিয়ার হিসেবে চাকুরি নেয়া সম্ভব হবে
প্রতিনিয়ত এই ধরনের সুযোগ সুবিধা বেরেই চলেছে ,
সেক্ষেত্রে ইঞ্জিনিয়ার এর প্রাতিষ্ঠানিক সনদ পাব না।
আমার ইচ্ছে হলো
আরটস এর একটি বিষয় নিয়ে পরব যেখানে বেশি পরাশুনা করায় সময় দিতে হবে না।
সপ্তাহে একদিন ক্লাস করলেই হবে বা না করে শুধু এক্সাম দিলে হবে অই টাইপের ইউনিভার্সিটিতে এডমিশন নিব টাকা কম লাগবে প্রতিমাসে ১ হাজার,এবং গ্রাজুয়েশন শেষ করবো।
এর পাশাপাশি দক্ষ হয়ে কন সফটওয়্যার কোম্পানি তে জবে প্রবেশ করব।
এতে বিয়ের জন্য যোগ্যতা লাভ হবে।
পরিবার কে বাবা মাকে সাপট দিতে পারবো।
অল্প বয়সে ইসলামিক পরিবার গঠন করতে পারবো।
আর
সেকেন্ড থট
ইউনিভার্সিটি তে পরা অবস্থায় ব্যবসা দার করানোর চেষ্টা করবো এবং WprdPress দিয়ে ফ্রিল্যান্সিং করে আয় করার চেষ্টা করে যাব।
এতে করে অবিজ্ঞতা + প্রাতিষ্ঠানিক সনদ ও পাব। এতে ভবিষ্যতে হয়তো কাজে লাগতে পারে বা নাও লাগতে পারে।
সেক্ষেত্রে দ্রুত বিয়ে করা সম্ভব হবে কিনা জানি না।
দক্ষ হিয়ে পাট টাইম জব বা ফ্রিল্যান্সিং করা যাবে, সসম্ভাবনা ৪০%
তবে নজর হেফাজতে থাকবে না,না চাইতেও চোখ পরে যাবে।
এমত অবস্থায় কন দিক টি বেছে নিলে ভালো হবে। ইসলাম কি বলে?